প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগে বিরাট খবর! অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । যদিও সেটা শর্তসাপেক্ষ। দীর্ঘ জামিন আবেদনের পর অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় তাঁকে জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এইমুহুর্তে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তবুও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন কি না, তা স্পষ্ট নয়।
শর্তসাপেক্ষে জামিন পার্থের
দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টে আজ অর্থাৎ শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষ জামিনের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে আদালতের তরফে বলা হয়েছে যে, পার্থ চট্টোপাধ্যায় এইমুহুর্তে মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে। শুধু তাই নয় সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে সবসময়।
এখনই জেল ফেরৎ নয় পার্থের
এদিকে পুজোর মুখে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সম্পন্ন হলেও জেল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। নেপথ্যে রয়েছে শীর্ষ আদালতের একটি নির্দেশ। আসলে যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, সেগুলিতে চার্জ গঠন করতে হবে আগে এবং সাক্ষীদের বয়ান শেষ করতে হবে। ফলে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে আশা করা যাচ্ছে একমাসের মধ্যে তাঁর জেলমুক্তির সম্ভাবনা রয়েছে। যদিও এইমুহুর্তে পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: এতগুলো প্রাণ চলে যাওয়ার দায় কার? রাজ্য, KMC, CESC-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
উল্লেখ্য, ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পর থেকেই তিনি জেলে রয়েছেন। এর আগে ইডি-র মামলায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে অনিয়ম সংক্রান্ত মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দিয়েছিলেন। সবশেষে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন পেলেন তিনি। অন্যদিকে ২০২২ সালে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছিল ইডি। যদিও এখন সে জামিনে মুক্ত।