গাজায় ধ্বংসলীলা চালাতে AI ব্যবহার করত ইজরায়েল, পরিষেবা বন্ধ করল Microsoft

Published on:

Microsoft Stops AI Service To Israel army for mass surveillance in Gaza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এতদিন যে প্রযুক্তি ব্যবহার করে গাজা ও পশ্চিম তীরের লাখ লাখ ফিলিস্তিনির ফোন কলের তথ্য সংগ্রহ করা হচ্ছিল, ইজরায়েল সেনাবাহিনীকে দেওয়া সেই প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করে দিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট (Microsoft Stops AI Service To Israel)। বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

কেন এমন কঠোর পদক্ষেপ নিল মাইক্রোসফট?

গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, গত সপ্তাহের শেষের দিকে ইজরায়েলি কর্মকর্তাদের উদ্দেশ্যে মাইক্রোসফট সাফ জানিয়েছিল, ইজরায়েলে সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা ইউনিট 8200 আমাদের সংস্থার শর্ত লঙ্ঘন করেছে। ইজরায়েল সেনা মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল অঙ্কের ডেটা সংরক্ষণ করে রেখেছে।

সংস্থাটির দাবি, ইউনিট 8200 আমাদের আজুর প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে বারবার শর্ত লঙ্ঘন করছে। সে কারণেই এবার ইজরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটিকে দেওয়া কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করা হল। বলা বাহুল্য, গাজায় ফিলিস্তিনিদের উপর নজরদারি চালানোর জন্য আজুর ব্যবহার করত ইজরায়েল সেনা। মাইক্রোসফট এবং ইউনিট 8200 কীভাবে দিনের পর দিন স্পর্শকাতর গোয়েন্দা তথ্যের বিরাট ভান্ডার আজুর এ স্থানান্তরের পরিকল্পনা করেছিল তা স্পষ্ট বোঝানো হয়েছে গার্ডিয়ান ও সংবাদ সংস্থা এপিসিয়েট প্রেসের যৌথ প্রতিবেদনে।

এদিকে এপির প্রতিবেদন বলছে, মাইক্রোসফটের তথ্য অনুযায়ী ইজরায়েল গিগাবাইটে স্টোরেজ ব্যবহার করছিল। এছাড়াও ভাষার অনুবাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিষেবার ব্যবহারও চালু রেখেছিল তারা। সেই সাথে আজুর মাধ্যমে ফিলিস্তিনিদের সমস্ত ফোন কল ও গুরুত্বপূর্ণ তথ্যের উপর নজরদারি চালানো হচ্ছিল ইজরায়েল সেনার তরফে।

অবশ্যই পড়ুন: সুপার কাপের একই গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগান, কবে হবে ডার্বি?

উল্লেখ্য, এর আগে ইজরায়েল সেনাবাহিনীর কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকা ইজরায়েলকে ফিলিস্তিনিদের পশ্চিম তীর দখল করতে দেবেন না। তাঁর কথায়, আমি ইজরায়েলকে কোনও ভাবেই পশ্চিম তীর দখল করতে দেব না। এই বক্তব্যের আগে ট্রাম্প বলেছিলেন, ইজরায়েল সরকার গাজার পশ্চিম তীরের কিছু অংশ দখল করার পদক্ষেপ নিতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥