ফাইনালে ভারতকে হারানোর নীল নকশা তৈরি পাকিস্তানের! জানালেন কোচ

Published on:

Pakistan Blueprint Against India For Asia Cup 2025 final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দু’বার হেরেছি তো কী? ফাইনালে ভারতকে হারাবোই। 28 তারিখের আগে বোধহয় এই কথাটাই বলতে ইচ্ছে হচ্ছে সমস্ত পাকিস্তানি ক্রিকেটারের। যদিও ইতিমধ্যেই লুকোচুরি না খেলে সরাসরি ফাইনাল নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন। সম্প্রতি, তাঁর গলায় উঠে এসেছে আত্মবিশ্বাসী সুর। পাক কোচের কথায়, ফাইনালের আগে ভারতকে হারানোর নীল নকশা তৈরি হয়ে গিয়েছে (Pakistan Blueprint Against India)।

ভারতকে হারানোর নীল নকশা তৈরি করে ফেলেছেন পাক কোচ?

বৃহস্পতিবার 24 ঘণ্টার ব্যবধানে দুবাইয়ের মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দুঃখের বিষয়, 11 রানে পাকিস্তানের কাছে হারতে হয় তাদের। এদিকে ওপার বাংলার বাঘেদের হারিয়ে ফাইনালের জন্য শক্তি সঞ্চয় করার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের কোচ হেসন জানালেন, এই মুহূর্তে শুধু ক্রিকেটের দিকেই মনোযোগী হতে চাই। প্লেয়ারদের বলেছি শুধু খেলায় মন দিতে। আপাতত বাকি সব ভুলে যাও। আমরা ক্রিকেট নিয়েই ভাবি। এটাই আমাদের কাজ।

এরপরই হেসন বলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকেই। এর জন্য মাঠে বিতর্ক তৈরি হতেই পারে। কিন্তু আমরা ক্রিকেট ছাড়া আর কিছু ভাবছি না। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দুবার ভারতের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে পাকিস্তান। সেইসব স্মৃতি অবশ্য ভুলে যেতে চাইছেন পাকিস্তানের কোচ। তিনি বলছেন, নিজেদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এখন কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠেই সেটা প্রকাশ করা হবে। হেসেনের কথায়, আগে কী হয়েছে সেসব মনে না রেখে রবিবারের ম্যাচ জেতাটাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য।

অবশ্যই পড়ুন: বৈঠকের আগে শেহবাজ, মুনিরদের অপেক্ষা করালেন ট্রাম্প! ভাইরাল সেই ছবি

ভারতকে হারানোর কৌশল ঠিক করে ফেলেছেন হেসন?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিরুদ্ধে গত ম্যাচে হারের কথা মনে করিয়ে দিয়েছেন পাক দলের কোচ। তাঁর বক্তব্য, প্রথম ম্যাচে আমরা নিজেরাই ওদের আমাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করার জায়গা করে দিয়েছিলাম। তবে দ্বিতীয় ম্যাচে আমরা দীর্ঘক্ষন ওদের ওপর চাপ ধরে রেখেছিলাম। আমি মনে করি, আসন্ন রবিবার খেলাটা একটু অন্যরকম হবে! প্রথম থেকেই ওদের উপর চাপ ধরে রাখতে পারলে আর কথা নেই! অর্থাৎ ভারতকে চেপে ধরতে পারলেই পাকিস্তান জিতে যাবে, এমনটাই মনে করছেন সলমান আলি আঘাদের পথপ্রদর্শক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥