সোনার বাংলা গড়তে মা দুর্গার কাছে সুযোগ চাইলেন অমিত শাহ

Published on:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো উদ্বোধন করতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রথম দিকে তিন জায়গায় পূজো উদ্বোধনের কথা থাকলেও শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করে দুই জায়গায় মন্ডবের পুজো উদ্বোধনের কর্মসূচি নেন তিনি। যার মধ্যে ছিল সন্তোষ মিত্র স্কোয়ার। তাই সময় সূচি মেনে আজ সকালে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় বাংলায় ২৬ এর নির্বাচন নিয়ে জনসমক্ষে আলতো ছোঁয়াও দিয়ে গেলেন ভাষণের মাধ্যমে।

সোনার বাংলা গড়ার লক্ষ্যে অমিত

চতুর্থীর সকালে কলকাতায় এসে বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়ের স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এদিন গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মায়ের পুজো এবং আরতিও করেন। এর পরই নিজের ভাষণে লিপ্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে ফের একবার ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি। এদিন অমিত শাহ তাঁর বক্তব্যের মাধ্যমে জানান যে, “এই প্যান্ডেলে মায়ের পুজো দিয়ে প্রার্থনা করেছি যাতে আসন্ন নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হয় যেখানে রাজ্য ‘সোনার বাংলা’ তৈরি করতে পারে।” শুধু তাই নয়, বাংলা অস্মিতাতেও শান দেন।

বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য অমিতের

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে, ”নতুন সরকার এই চেষ্টাই থাকবে যাতে বাংলাকে আবার শান্ত, সুন্দর এবং সুরক্ষিত করা যায়। আমাদের লক্ষ্য থাকবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলার কল্পনা করতেন, সেই বাংলা গড়ে তোলা।” তাঁর ভাষণের মধ্যে দিয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গে তোলেন অমিত শাহ। তিনি বলেন, “দেশ যখন ব্রিটিশদের গোলাম ছিল সেই সময়ে দাঁড়িয়ে তিনি শিক্ষার জন্য যা করেছেন তা ভোলার নয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি এবং মহিলাদের শিক্ষার জন্য তিনি পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তাই আজ আমার এবং আমাদের দলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাই।”

আরও পড়ুন: জামালপুরে তৃণমূল প্রধানের দেওরকে বেধড়ক পেটাল এলাকাবাসী! আক্রান্ত পুলিশও

পরবর্তী গন্তব্যে যাওয়ার তাড়া থাকায় ভাষণ তাড়াতাড়ি শেষ করেন অমিত শাহ। তবে শেষের দিকে বিকশিত ভারতের উল্লেখ করে শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন তা বাংলার অগ্রগতি ছাড়া অসম্ভব। তাই তিনি আশা রাখেন, আগামী দিনে বাংলা আরও উন্নতি করবে, উন্নয়নের পথে হাঁটবে এবং বিকশিত ভারতের স্বপ্নও পূরণ হবে। উল্লেখ্য আজই কালিঘাট মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা তাঁর। এরপর সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (EZCC) বিজেপি-সমর্থিত ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধনও করবেন অমিত শাহ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥