সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় দুর্গাপুজোর ডঙ্কা বেজে গিয়েছে। কিছু কিছু জায়গায় চলছে শেষ মহুর্তের প্রস্তুতি কোথাও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্যান্ডেল। অটো, বাসে, টোটো ও অন্যান্য গাড়িতে করে এসে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। তবে এসবের মাঝেই পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হল টোটো চালকদের উদ্দেশ্যে। আপনিও কি একজন টোটো চালক? তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনাদের জন্য।
টোটো চালকদের জন্য পোশাক বিধিনিষেধ
এমনিতেই ভারী বৃষ্টি সকলের উদ্বেগ বাড়িয়েছে। পুজো উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চালকদের রাতের ঘুম উড়িয়েছে এই নাছোড়বান্দা বৃষ্টি। তারপরেও বহু মানুষ এমন রয়েছেন যারা কিনা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। এর ফলে মুখে হাসি ফুটেছে অনেকেরই। যাইহোক, এই পুজোর আবহেই টোটো চালকদের উদ্দেশ্যে বিশেষ মাইকিং করতে শোনা গেল হুগলির খানাকুল (Khanakul) থানাকে। বিশেষ ধরণের পোশাক না পরার নির্দেশ দেওয়া হয়েছে টোটো চালকদের।
একগুচ্ছ নির্দেশিকা বেঁধে দিল পুলিশ
খানাকুল থানার তরফে টোটো চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, তাঁরা যেন লুঙ্গি বা হাফপ্যান্ট পরে টোটো যেন না চালায়। সেইসঙ্গে যাত্রীদের নিয়ে প্যান্ডেলের সামনে এনে যেন ভিড় বা বাড়ায়। কোনও টোটো পুজো মণ্ডপের সামনে দাঁড় করানো যাবে না। ভিড় করা যাবে না। এমনকি টোটো স্ট্যান্ডে গাড়ি জ্যাম করিয়ে দাঁড় করানো যাবে না। নেশা করে টোটো চালানো যাবে না। এই সকল আদেশ অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে খানাকুল থানা।