প্রীতি পোদ্দার, কলকাতা: আজ চতুর্থী। বেশ কয়েকটি পুজো মণ্ডপে ইতিমধ্যেই মায়ের আগমনে হয়েছে। চারিদিকে ছড়িয়েছে খুশির রোশনাই। উৎসবে মেতেছে বাঙালি। কিন্তু, দুর্যোগের বিরাম নেই। এসবের মাঝেও কাঁটা হিসেবে বিঁধে রয়েছে অসুর বৃষ্টি (Weather Update)। আর কতদিন যে অসহনীয় বৃষ্টিকে সহ্য করতে হবে কে জানে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যা নিয়ে এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। যা ক্রমে পশ্চিম দিকে সরছে। আজই উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যার ফলে আগামীকাল এই নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। তবে এই নিম্নচাপ দক্ষিণবঙ্গের আবহাওয়াতে অল্প প্রভাব ফেলবে। কারণ, এই নিম্নচাপটি ওড়িশাঘেঁষা। অর্থাৎ কিছু দিন আগে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল কলকাতায়, এ বার সেই সম্ভাবনা নেই বললেই চলে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। যেটি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জানা গিয়েছে এই চার জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তার পর আপাতত দক্ষিণের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
আরও পড়ুন: লাদাখ হিংসার জেরে গ্রেফতার সোনম ওয়াংচুক
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
নিম্ন চাপের কারণে শুধু যে দক্ষিণবঙ্গে দুর্যোগের ঘনঘটা দেখা যাবে তা নয়। তাল মিলিয়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত চলবে এই তান্ডব। তবে এ ছাড়াও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে।