বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 14 সেপ্টেম্বর, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় নিশ্চিত করেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাফল্যটা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তা নিয়ে অবশ্য দেদার বিরোধিতা করে পাকিস্তান। শুধু তাই নয়, সূর্যের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ হয় তারা। এবার তাতেই ICC-র তরফে শাস্তি পেলেন স্কাই (ICC Punished Suryakumar Yadav)।
সূর্যকে কী শাস্তি দিল ICC?
PTI এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের দাবি মেনে ম্যাচ পরবর্তী বিতর্কিত মন্তব্যের কারণে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে শাস্তি হিসেবে জরিমানা করেছে জয় শাহের সংস্থা। জানা যাচ্ছে, পাক ম্যাচের পর সর্বসমক্ষে পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে সলমান আলি আঘাদের বিরুদ্ধে জয়টা ভারতীয় সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করায় এবার ভারতীয় অধিনায়ককে তার ম্যাচ ফির 30 শতাংশ জরিমানা করা হয়েছে। রিপোর্ট বলছে, সূর্যর আচরণ এবং বক্তব্য ICC-র লেভেল 1 আচরণবিধি লঙ্ঘন করেছে।
অবশ্যই পড়ুন: SBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত লক্ষাধিক তথ্য ফাঁস
ঠিক কী বলেছিলেন সূর্যকুমার?
গত 14 সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে প্রথমবারের মতো পাকিস্তানের মুখ দেখেছিল ভারত। সেই ম্যাচে পশ্চিমের দেশের সাথে একেবারে ছেলেখেলা করে জয় নিশ্চিত করে সূর্য বাহিনী। তবে ম্যাচ শেষে যখন পাক প্লেয়াররা টিম ইন্ডিয়ার সাথে হাত মেলানোর অপেক্ষায় মাঠে দাঁড়িয়ে ছিলেন, তখন ব্যাট হাতে করে সোজা সাজঘরে চলে যান সূর্য এবং শিবম দুবে। আর এরপরই ভারতীয় খেলোয়াড়দের করমর্দন না করা নিয়ে প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পরে ICC-র দারস্ত হয় PCB।
তবে এর আগে, পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে সূর্য বলেছিলেন, কয়েকটা কথাই বলছি। এর থেকে ভাল সুযোগ হয়তো পাবো না। পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি আমরা। তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এছাড়াও সন্ত্রাসী হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুরে বীরত্ব দেখিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তা নিয়ে কথা বলতে গিয়ে সূর্য বলেছিলেন, আজকের এই জয়টা আমি ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা হয় না। আমার বিশ্বাস, আগামীতেও তারা আমাদের এভাবে অনুপ্রাণিত করবে। সূর্যর এমন মন্তব্য ভারতীয়রা সার্বিক দিক থেকে গ্রহণ করলেও পছন্দ ছিল না পাকিস্তানের। শেষ পর্যন্ত তাতেই শাস্তি পেলেন অভিষেক শর্মাদের অধিনায়ক।