প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাপঞ্চমী। মহালয়া থেকেই কলকাতার একাধিক জায়গায় প্যান্ডেল দর্শন শুরু করে দিয়েছে দর্শনার্থীরা। গত শুক্রবারই সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর উদ্বোধনের পর থেকেই জনজোয়ার শুরু হয়েছে। এমতাবস্থায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। চতুর্থীর সন্ধ্যায় বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে এক বিস্ফোরক পোস্ট করলেন। যা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে।
পুজো নিয়ে ফের রাজনীতি!
কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো হিসেবে বরাবরই পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যার। ২০২৪ এর দুর্গাপুজোয় রাম মন্দিরের থিম যেমন নজর কেড়েছিল দর্শককে, ঠিক তেমনই এবারেও দর্শকদের চমক দিতে দারুণ উদ্যোগ নিয়েছে বিজেপি কাউন্সিলর তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। অপারেশন সিঁদুর থিম করে সেনাকে স্যালুট জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করল এই পুজো। AI ভিডিয়োর মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। গতবারের মত এবারেও পুজো মণ্ডপ উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ। এবার এই পুজো উদ্বোধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি কাউন্সিলর তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ।
বিস্ফোরক পোস্ট সজলের
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন নিয়ে অনেকবারই শাসকদলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি কাউন্সিলর তথা পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষকে। এমনকি পুজো বন্ধের নোটিশও পাঠানো হয়েছিল। সমস্ত বাধা পেরিয়ে অবশেষে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাত ধরে পুজো উদ্বোধন হল। কিন্তু এর মাঝেও তাঁদের পুজোয় ব্যাঘাত ঘটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এদিন তিনি লিখেছেন, ‘পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।’ তাঁর অভিযোগ যেভাবে শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত্রতত্র ব্যারিকেড করে দিয়েছে, তার জেরে দর্শনার্থীরা এই পুজোর মণ্ডপে আসতে পারছেন না। এইসব কিছুর পিছনে সরাসরি দায়ী করা হচ্ছে শাসকদল এবং পুলিশ প্রশাসনকে।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ে বড় অস্বস্তিতে মহুয়া! শুনানি খারিজের আর্জি শুনল না আদালত
ফেসবুকে ইতিমধ্যেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ব্যারিকেড ভেঙে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের ছবি ও ভিডিয়োও পোস্ট করেছেন। তাঁর দাবি, শিয়ালদহের কোনও জায়গা থেকে লোক আসতে পারছে না। যাঁরা ব্যারিকেড গলে বেরিয়ে আসছেন, তাঁরাই কেবল ঢুকতে পারছেন। ওরা ফোর্স করবে, যাতে বন্ধ হয়ে যায়।” এদিকে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে পুজো কমিটি। মণ্ডপের প্রবেশ পথের মাটির একাংশ বসে গিয়ে বিপত্তি। বড় দুর্ঘটনা এড়াতে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে খবর।