‘টাকার জন্য কাজ করে!’ ভারতীয় সেনা জওয়ানকে অপমান করে বিপাকে ‘ফিট বিশ্বজিৎ’

Published on:

fit biswajit controversy

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়টা ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে মানুষ রিয়েল দুনিয়ার থেকে একটু ভার্চুয়াল দুনিয়ায় থাকতে বেশি ভালোবাসেন যেন। বেশিরভাগ মানুষকেই দেখবেন ফোন বা ল্যাপটপের মধ্যে মুখ গুঁজে রয়েছেন। এর কারণ এই ফোন বা ল্যাপটপেই একের পর এক বিনোদনমূলক জিনিস ভাইরাল হয় আর তা খুব শখ করে দেখেন মানুষ। আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে তেমনই একটি ভিডিও-র বিষয়বস্তু তুলে ধরা হবে যেটি সম্পর্কে জানলে এবং শুনলে আপনিও চমকে উঠবেন বৈকি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি প্রকাশ্যে কীভাবে ভারতীয় সেনা থেকে শুরু করে ডিএ নিয়ে আন্দোলনরত মানুষকে অপমান, খিল্লি করছেন। যদিও এই ব্যক্তিকেও অনেকে ধুয়ে দিয়েছেন।

ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফিট বিশ্বজিৎ (Fit Biswajit) নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খালি গায়ে ফেসবুক ভিডিও করছে। ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ডিএ নিয়ে এখন দিনের পর দিন আন্দোলন করছে কিছু মানুষ। মাইনে চলে গেল মাইনে চলে গেল এই নিয়ে গলা ফাটাচ্ছে। তাঁকে আরও বলতে শোনা যায়, ৬০,০০০ থেকে ২ লক্ষ টাকা অবধি যারা মাইনে নেয় তাঁরা ৬ টাকারও কাজ করে না গ্যারেন্টি। আমি একদম অন ক্যামেরা বলছি। ভারতীয় সেনা নাকি দেশের জন্য কাজ করে। ধুর, কে দেশের জন্য কাজ করে, সবাই টাকার জন্য করে।’ ভারতীয় সেনার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তোমাকে মাইনে দেওয়া হয় বলেই ডিউটি করো। টাকা না দিলে সব ডিউটি চলে যেত। দেশের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে টাকা নেওয়ার দরকার নেই।’

গর্জে উঠলেন মানুষ

একদিকে যখন ছোট ছোট বাচ্চারা ছোট থেকে স্বপ্ন দেখে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করবে, দেশের সেবা করবে, সেখানে তাঁদের উদ্দেশ্যে ফিট বিশ্বজিৎ নামের ব্যক্তির এরকম মন্তব্যকে মেনে নিতে পারছেন না মানুষ। সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। ওই ব্যক্তি যে কত বড় অশিক্ষিত তা ভিডিওতেই প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন নেটাগরিকরা। যদিও অপর একটি ভিডিওতে ওই ব্যক্তিকে দেশের সাধারণ মানুষ এবং ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কমেন্ট করা নিয়ে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। তিনি নাকি মন থেকে দুঃখিত, এমনই দাবি তাঁর।

এদিকে সম্প্রতি আড়ংঘাটাতে প্রাক্তন সেনা এবং বর্তমান সেনা আধিকারিকদের স্ত্রীরা বিশ্বজিত নামের ব্যক্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন। Fit Biswajit -এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান দিয়েছেন সেনা আধিকারিকের স্ত্রীরা। ভারতীয় সেনাকে যখন দেশের মেরুদণ্ড বলা হয়, সেখানে এই ব্যক্তির এহেন মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

অভিযুক্ত অভিজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশন। তাঁরা একটি নোটিশ জারি করেছে। যেখানে বলা হয়েছে, অভিজিৎ বিশ্বাস ভারতীয় সেনার বিরুদ্ধে ফেসবুক কাইভে এসে যেভাবে মন্তব্য করেছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছে NBBSFF। এর ফলশ্রুতি হিসেবে বিশ্বজিৎ বিশ্বাসকে ব্যান করা হল। তিনি কোনওরকম প্রতিযোগিতায় উংশগ্রহণ করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥