প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে পুজো রিলিজের স্লট পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। পুজোর মরশুমে বাংলায় যে চারটি সিনেমা রিলিজ হতে চলেছে সবাই যেন সমান সংখ্যক স্লট পায় কিংবা স্লট পাওয়া নিয়ে যেন কোনও এক তারকার দিকে পাল্লা ভারী না হয় তা নিয়ে সরাসরি মুখ খুলে ছিলেন তিনি। সেক্ষেত্রে কুণাল ঘোষ নাম না করেও সুপারস্টার দেবকে নিয়ে নানা কটাক্ষ করেছিলেন। আর সেই দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই ফের কুণালকে কটাক্ষ করলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।
ফের কুণালকে কটাক্ষ রানার
এদিন প্রযোজক রানা সরকার কুণাল ঘোষকে কটাক্ষ করে তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন যে, “কুনাল ঘোষের কথা বিশ্বাস করবেন না। উনি একসময় মুখ্যমন্ত্রীকে দোষী বলেছেন, গ্রেফতার করার দাবী জানিয়েছিলেন, পরে ভুল বুঝতে পেরে দলে ফিরেছেন। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থ বলে জল ঘোলা করেছেন নির্বাচনের আগে, অপদার্থ বলেছেন। দলকে অস্বস্তিতে ফেলেছেন। এখন তাই দেবকে আক্রমণ করার জন্য রঘু ডাকাত-কে খারাপ সিনেমা বলছেন। আবার বলছেন দেবকে ভালোবাসেন। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অনধিকার চর্চা করছেন। একি রে বাবা… ওনার agenda কী কেউ বোঝে? এতবার যিনি পাল্টি খান তার কোনও কথা পাত্তা দেবেন না।”
রক্তবীজের প্রশংসা কুণালের
আসলে কিছুদিন আগে রক্তবীজ ২-র স্পেশাল স্ক্রিনিং দেখে বেশ প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর কথায়, রক্তবীজ ২ একটি অত্যন্ত রোমাঞ্চকর থ্রিলার। যার মেকিং অনবদ্য। আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর অনস্ক্রিন কেমেস্ট্রি নিয়েও প্রশংসা করেছিলেন তিনি। এর পরই কুণাল বলেছিলেন যে, “অ্যাকশন মানেই কি এত বড় বড় পেশী দেখিয়ে লাফালাফি করতে হবে? না। মেধা, ব্যক্তিত্ব, বুদ্ধিবৃত্তি… আবীর চট্টোপাধ্যায় অ্যাকসন সিনে ফাটিয়ে দিয়েছেন। একদিকে অ্যাকশন আর অন্যদিকে রোমান্স—জমজমাট”। এছাড়াও ছবির বাকি অভিনেতা অভিনেত্রীরও প্রশংসা করেছেন কুণাল। তবে এই প্রশংসাকে অনেকেই অন্য চোখে দেখছেন। অনেকেই বলছেন দেবকে নিচু করার জন্যই আসলে এত প্রশংসা কুণালের। তবে সেসব নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখাননি দেব।
আরও পড়ুন: শিলিগুড়িতে নিজের মেয়েকেই ধর্ষণ বাবার!
অন্যদিকে গত ২৫ সেপ্টেম্বর, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ-২’ এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত ‘রঘু ডাকাত’ দুই সিনেমাই একসঙ্গে রিলিজ করেছে। দুই সিনেমাই প্রেক্ষাগৃহ যেন জমিয়ে তুলেছে। সম্প্রতি রঘু ডাকাত এর বক্স অফিসের কালেকশন নিয়েও এক বিশেষ তথ্য তুলে ধরেছেন রানা সরকার। তিনি জানিয়েছেন রঘু ডাকাত এমন একটা সিনেমা যেটা এইমুহুর্তে দর্শকদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। পাশাপাশি কুণালকে নিয়েও মন্তব্য করেছেন। রানা এদিন বলেন, “কুনাল বাবু জিন্দাবাদ…কংস না থাকলে কি কৃষ্ণকে চেনা যেত ? হিরণ্যকশিপু না থাকলে প্রহ্লাদ কি হিট হতো ? এভাবে অথবা যেভাবেই হোক বাংলা সিনেমার পাবলিসিটি করে যান। নেগেটিভ প্রমোশন ও প্রমোশন।” যদিও এই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি কুণাল।