কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, কে এই জাস্টিস সুজয় পাল?

Published:

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: শেষ মুহূর্তে বড় বদল! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে থাকছে না সৌমেন সেন, এবার সেই জায়গায় দায়িত্ব সামলাবেন বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের অবসর গ্রহণের পর পরই এমন সিদ্ধান্তে চমকিত শহরের আইনি মহল।

সৌমেন সেনকে স্থানান্তর করা হল অন্য জায়গায়

গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি টিএস শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন। এরপরই বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ সেসময়ে হাইকোর্টের বিচারকদের মধ্যে সবচেয়ে বরিষ্ঠ ছিলেন এই সৌমেন সেন। তাই স্বাভাবিক নিয়মেই এই সিদ্ধান্ত। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হচ্ছে। তাই এবার এবার বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হল। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক বিচারপতি সুজয় পালের কর্মজীবন সম্পর্কে।

Calcutta High Court

কে এই বিচারপতি সুজয় পাল? রইল তাঁর কর্মজীবন

১৯৬৪ সালের ২১ জুন মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত নয়া প্রধান বিচারপতি সুজয় পাল। পিতা স্বর্গীয় ননীগোপাল পাল এবং মাতা শ্রীমতি মঞ্জুশ্রী পাল। জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক, স্নাতকোত্তর এবং আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯০ সালে তিনি মধ্যপ্রদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন এবং দীর্ঘদিন বিভিন্ন আইনি ক্ষেত্রে প্র্যাকটিস করেছেন। এরপর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৪ সালে স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব পান। গতবছর ২৬ মে তিনি তেলেঙ্গানা হাইকোর্ট বদলি হয়ে যান। এরপর সেখান থেকে কয়েক মাস আগেই কলকাতা হাইকোর্টে বদলি হয়ে এসেছেন বিচারপতি সুজয় পাল ৷

আরও পড়ুন: ‘রঘু ডাকাত’-র প্রশংসা করে কুণাল ঘোষকে কংসের সাথে তুলনা! বিস্ফোরক রানা সরকার

আদালতের তরফে জানা গিয়েছে, হাইকোর্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিচারপতি সুজয় পালকে জনস্বার্থ মামলার শুনানির ভার দেওয়া হয়েছে৷ আসলে এই ধরনের দায়িত্ব সাধারণত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চই পালন করে থাকে৷ তবে সুপ্রিম কোর্ট কলেজিয়াম আশা রাখছে যে শুধু দায়িত্ব পালন নয়, কলকাতা হাইকোর্টে সুজয় পালের নেতৃত্বে থাকবে সুষ্ঠু ও দ্রুত বিচার। আর এই আবহে এবার শহরের আইনি মহল নিয়ে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের পদক্ষেপকে স্বাগত জানালেন সকলে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥