প্রীতি পোদ্দার, কলকাতা: আজ মহাপঞ্চমী! চারিদিকে এখন পুজোর আমেজ, কিন্তু এই উৎসবের মাঝেও ফের নিম্নচাপের ঘনঘটা। সকাল থেকে কাঠফাটা রোদ থাকলেও মাঝে মধ্যেই শরতের আকশ ঢেকেছে কালো মেঘে। চতুর্থীর রাতেও নিম্নচাপের বৃষ্টি (Weather Update) পেয়েছিল শহরবাসী, এমতাবস্থায় নবমীতে ফের নিম্নচাপের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে চলেছে। অন্যদিকে আগামী ১ অক্টোবর মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে নবমীর রাত থেকে বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। তার উপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকছে। ঝোড়ো হাওয়ার গতিবেগে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। যেতাই আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা গুলিতে। কলকাতাতেও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলিতে। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। অন্যদিকে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
আরও পড়ুন: ‘যেকোনও সময় মেরে দিতে পারে ওরা!’ মমতার কাছে নিরাপত্তা চাইলেন আরাবুল ইসলামের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল পর্যন্তই পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে অর্থাৎ মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।