ছোট্ট ভুলেই জন্ম হয়েছিল সার্চ জায়ান্ট Google এর, ২৭ তম জন্মদিনে জানুন সেই ইতিহাস

Published:

Google Untold Story Know original history behind Googol to Google

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাকে আজ এক ডাকে চেনে গোটা বিশ্ববাসী, সেই Google এর নামকরণ হয়েছিল একটা ক্ষুদ্র ভুল থেকেই। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন Google আজ, 27 সেপ্টেম্বর নিজের জন্মদিবস (Google’s 27th Birthday) পালন করছে। প্রয়োজনের খাতিরে প্ল্যাটফর্মটির হোমপেজে চোখ রাখলেই দেখা যাবে, Google এর 1998 সালে তৈরি হওয়া প্রথম লোগোটিকে। যা পুরনো ব্যবহারকারীদের নস্টালজিক করে তুলেছে। চলুন 27 বছরের জন্মদিনে একটু ঘেঁটে দেখা যাক Google এর পুরোনো অতীত (Google Untold Story)।

Google নামের অর্থ কী?

বৃহত্তম সার্চ ইঞ্জিন Google আজ বিশ্বের কোণায় কোণায়। Google ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর (চিনের মতো দেশ বাদ দিয়ে)। কিন্তু প্রতিদিন যাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের যাবতীয় প্রয়োজন মিটিয়ে নিই, সেই Google শব্দের আসল অর্থ কী? আসলে Google একটি ভুল শব্দ। তবে জানার ক্ষেত্রে বলে রাখি, Google শব্দটি এসেছে Googol থেকে। এর অর্থ, 1 এর পর 100টি শূন্য। অর্থাৎ Googol বলতে বৃহৎ সংখ্যাকে বোঝায়।

জেনে নিন Google নামকরণের আসলে ইতিহাস

উইকিপিডিয়া জানাল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই PhD ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্রথম এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন। তখন অবশ্য এর নাম ছিল BacKRub। বলে রাখি, আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম সার্চ ইঞ্জিন Google কিন্ত প্রথমে ছিল মেনলো পার্কের একটি ছোট গ্যারেজের সাধারণ গবেষণা প্রকল্প।

সালটা 1997। সে বছর, পেজ এবং ব্রিন মিলে BackRub নামক সার্চ ইঞ্জিনটির একটি শুদ্ধ নাম ভাবতে শুরু করেন। এর জন্য তারা গণিতাস্ত্রের একটি বিরাট সংখ্যা Googolplex নিয়ে আসেন। তবে পরবর্তীতে তা ছোট করে Googol (1 এর পর 100টি শূন্য) ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনেকেই হয়তো জানেন না, Google নামকরণের নেপথ্যে রয়েছে আরেক স্ট্যানফোর্ড গ্রাজুয়েট শন অ্যান্ডারসনের একটি ক্ষুদ্র ভুল। জানা যায়, অ্যান্ডারসন অনলাইনে নাম খুঁজতে গিয়ে ভুল করে Googol এর পরিবর্তে Google টাইপ করে দেন। ঠিক সেই সময়ে, ল্যারি পেজের নামটি বেজায় পছন্দ হয়ে যায়। এরপরই নিজেদের মধ্যে আলোচনা করে কয়েক ঘন্টার ব্যবধানে Google.Com ডোমেইনটি নিবন্ধিত করেন তিনি। এভাবেই একটি ছোট্ট ভুল থেকে জন্ম হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ সার্চ জায়ান্ট Google এর।

অবশ্যই পড়ুন: ‘এরপরেও জিতেছি বলছেন!’ পাক প্রধানমন্ত্রীকে যোগ্য জবাব দেওয়া কে এই পেটাল গেহলট?

Google জীবনের অবিচ্ছেদ্য অংশ

এ কথা স্বীকার করতে আজ আর দ্বিতীয় চিন্তা করতে হয় না যে, Google বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিনের জীবনের 90 শতাংশ প্রয়োজনীয় কাজই যে Google এর সাহায্য ছাড়া সম্ভব নয়, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তবে শুধু সার্চ ইঞ্জিন হিসেবেই নয়, 1998 সালে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জন্ম নেওয়া সংস্থাটির দৌলতেই আজ ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে ঢুকে পড়েছে, জি মেইল, গুগল ম্যাপস, ইউটিউব, অ্যান্ড্রয়েড, নতুন AI উদ্ভাবন জেমিনি এবং বার্ডের মতো উপকারী বন্ধু।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥