ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট

Published:

India-Bhutan Rail Line designated special Railway project update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী দেশ ভুটানের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিল ভারতীয় রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, ভিশনের সাথে সঙ্গতি বজায় রেখে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত রেললাইন (India-Bhutan Rail Line) বসানোর প্রস্তাব রাখা হয়েছিল। এবার সেই 69 কিলোমিটারের রেল প্রকল্পে প্রথমবারের মতো জমি অধিগ্রহণ এবং নির্মাণের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি জারি করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারত এবং ভুটানের মধ্যে রেল প্রকল্প নিয়ে সম্প্রতি 1989 এর আইনের অধীনে একটি বিজ্ঞপ্তি জারি করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ওই বিজ্ঞপ্তিতে রেলের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিবহনকারী সরকারি আইনে পূর্ব নীতির অংশ হিসেবে প্রকল্পের অগ্রাধিকার তালিকা রাখা হয়েছে।

বলা বাহুল্য, গত বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুটান সফরের সময় দুই দেশের মধ্যে দুটি রেল লাইন অর্থাৎ কোকরাঝাড় থেকে গেলেফু এবং বানারহাট থেকে সামতসে পর্যন্ত প্রকল্পে সম্মতি মিলেছিল। বলে দিই, 16 কিলোমিটারের বানারহাট-সমতসে রেললাইন ভুটানের সাথে পশ্চিমবঙ্গকে যুক্ত করবে।

দ্বীপাক্ষিক সম্পর্ক জোরদার হবে

রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, ভারত এবং ভুটানের মধ্যে এসআরপিগুলি কৌশলগত দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই রেল প্রকল্প দুই দেশের মধ্যে জাতীয় সুরক্ষা জোরদার করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও আর্থসামাজিক প্রবৃদ্ধি বাড়াবে। এই রেল প্রকল্পের মাধ্যমে অন্ত:সীমান্ত যোগাযোগ উন্নত হবে। সেই সাথে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে দূরত্ব বাড়ছে ইমামির! ময়দানে ছড়াল গুঞ্জন

কোকরাঝাড়-গেলেফু প্রকল্পের অধীনে তৈরি হবে 6 স্টেশন

রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত 69.04 কিলোমিটারের যে রেললাইনটি অসমের কোকরাঝাড় স্টেশনকে ভুটানের গেলেফুর সঙ্গে যুক্ত করবে তাতে ভারতীয় রেলের আনুমানিক ব্যয় হবে 3,500 কোটি টাকা। এই প্রকল্পের অধীনেই তৈরি হবে 6টি রেলস্টেশন। তালিকায় নাম রয়েছে, বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগির এবং গেলেফুর।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কর্মকর্তারা বলছেন, 6 স্টেশনের পাশাপাশি পরিকাঠামো পরিকল্পনায় থাকছে 2টি গুরুত্বপূর্ণ সেতু, 29টি বড় সেতু, 65টি ছোট সেতু, 1টি রোড ওভারব্রিজ, 39টি রোড আন্ডার ব্রিজ এবং 11 মিটার দৈর্ঘ্যের 2টি ভায়াডাক্ট। বিশেষজ্ঞদের মতে, এই রেল লাইনটি উল্লেখযোগ্য ভাবে ভারত এবং ভুটানের সম্পর্ককে মজবুত করবে। সেই সূত্রেই জোরদার হবে, দুই দেশের বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক সম্পর্কও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥