ভারতের প্রথম AI বিলবোর্ড বেঙ্গালুরুতে, ধরা পড়বে গাড়ির বকেয়া চালান ও মেয়াদোত্তীর্ণ নথি

Published:

India First AI Billboard To prevent traffic violations

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেঙ্গালুরুর রাস্তায় বসলো ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত বিলবোর্ড (India First AI Billboard)। Cars 24 এবং Crash Free India এর যৌথ উদ্যোগে বেঙ্গালুরুর ব্যস্ততম জংশন ট্রিনিটি সার্কেলে বসানো হয়েছে AI চালিত সড়ক নিরাপত্তা বিলবোর্ড। বলে রাখি, এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা। যা রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলির নম্বর প্লেট স্ক্যান করে সরকারি ডেটাবেসের তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রতিটি গাড়ির মেয়াদ উত্তীর্ণ বীমা, গাড়ির উপর হওয়া কেস, মেয়াদ ফুরিয়ে যাওয়া পলিউশন সহ ট্রাফিক আইন লঙ্ঘনকারী বিষয়গুলি বড় স্ক্রিনে দেখাবে।

চালকদের দায়িত্বশীল করে তুলতেই এই পদক্ষেপ

রিপোর্ট বলছে, বেঙ্গালুরুর রাস্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত বিলবোর্ড বসানোর পর Cars 24 এর সহ প্রতিষ্ঠাতা এবং CMO গজেন্দ্র জাঙ্গিদ জানিয়েছেন, আমরা শুধুমাত্র মানুষকে গাড়ির চালান আপডেট করার কথা স্মরণ করাচ্ছি না। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত বিলবোর্ডের মাধ্যমে প্রতিটি গাড়ির চালককে মনে করিয়ে দিচ্ছি, তাদের দায়িত্ব ট্রাফিক আইন মেনে চলা। সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের গাড়ির পেপার্স ঠিক রাখা। মনে রাখতে হবে, এর মধ্যে দিয়ে আমরা গোটা শহরকে বাঁচিয়ে রাখতে পারি।

জাঙ্গিদের কথায়, এটা কোনও লজ্জার বিষয় নয়। এই গোটা বিষয়টাই আসলে সচেতনতার উদ্দেশ্যে করা হয়েছে। ট্রিনিটি সার্কেলে পাইলট প্রকল্পের অধীনে বিলবোর্ড বসিয়ে আমরা আসলে প্রতিটি চালককে তাদের দায়িত্বটা বুঝিয়ে দিতে চেয়েছি। ট্রাফিক আইন লঙ্ঘন সহ অন্যান্য বেআইনি কাজকর্ম এড়াতে দুই সংস্থার বিলবোর্ড বসানোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর রাস্তায় AI সমর্থিত সড়ক নিরাপত্তা বিলবোর্ড বসানোর বিষয়ে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শৃঙ্খলা কিন্তু দৃশ্যমানতা থেকেই তৈরি হয়। মানুষ দেখে দেখেই শেখে। তাই এই বোর্ড যদি ড্রাইভারদের একটা ক্ষুদ্র অংশকেও দায়িত্বশীল করে তোলে, তবে সেটা শহরের জন্য ইতিবাচক।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে দূরত্ব বাড়ছে ইমামির! ময়দানে ছড়াল গুঞ্জন

উল্লেখ্য, ভারতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে চালকদের জরিমানা করা হয়ে থাকে। জরিমানা করতে কাটা হয় চালান। এই চালানোর টাকা অনলাইনে জমা করতে হয় চালকদের। তবে চালান অযথা কাটা হলে তার সমাধানও পাওয়া যায় লোক আদালতে। এক সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত এক বছরে ভারতে ট্রাফিক আইন ভাঙার কারণে অন্তত 12 হাজার কোটি টাকার চালান কাটা হয়েছে। Cars 24 এর করা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ট্রাফিক পুলিশের তরফে কাটা 12 হাজার কোটি টাকার চালানের 9 হাজার কোটি এখনও জমাই পড়েনি সরকারি কোষাগারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥