বাংলাদেশকে হারিয়ে রেকর্ড, সপ্তমবার সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন হল ভারত

Published:

India Beats Bangladesh in a tiebreaker u17 saff championship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবারের মতোই শনিবারও ফের হারল বাংলাদেশ। প্রত্যাশামতোই অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হল ভারত। এদিন ম্যাচের শেষ পর্যন্ত ফলাফল 2-2 থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই, পদ্মা পাড়ের ছেলেদের নাকানি চোবানি খাইয়ে 4-1 গোলে জয় তুলে নেয় ভারত (India Beats Bangladesh)। এক কথায়, ছন্দে থেকেই সপ্তমবার রাজার মুকুট পড়েছে ভারতীয় দল।

এগিয়ে থেকেই জয় তুলল ভারত

শনিবার, কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ভারত। এদিন ম্যাচের 4 মিনিটেই ভারতের হয়ে গোল করেন দাল্লামুয়োন গাংতে। আর এরপর থেকেই একেবারে আগ্রাসী ফুটবল খেলেই প্রতিপক্ষকে চেপে রেখেছিল ভারতের ছেলেরা। এদিন, একের পর এক সুযোগ তৈরি করে ওপার বাংলার ফুটবলারদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন তাঁরা। যদিও 24 মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে মহম্মদ আরিফের নেওয়া কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মানিক। সেখান থেকেই আত্মবিশ্বাস পায় ওপার বাংলার ছেলেরা।

শনিবারের ম্যাচ দেখে বোঝা যাচ্ছিল, কোনও দলই এক মুহূর্তের জন্য যুদ্ধের মাটি ছাড়তে রাজি নয়। যদিও আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়েই 38 মিনিটের খেলায় দ্বিতীয় গোল করে ম্যাচে 2-1 ব্যবধান তৈরি করেন আজলান শাহ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত কোনও গোল আসেনি। ফলে স্বাভাবিকভাবেই বিরতি পর্ব কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে দু পক্ষ। তবে খেলা শুরু হতেই ভারতের জালে বল জড়াতে একেবারে উঠেপড়ে লাগে বাংলাদেশ। প্রথম থেকেই বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও তার সদ্ব্যবহার করতে পারেনি তারা। তবে সফলতা এলো এক্সট্রা টাইমের খেলায়। এ দিন শেষের 20 মিনিট সে অর্থে ছন্দে ছিল না ভারত। আর সেটাকে কাজে লাগিয়েই 90+7 মিনিটের ম্যাচে বলা ভাল, অতিরিক্ত সময়ের খেলায় গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব।

অবশ্যই পড়ুন: ছোট্ট ভুলেই জন্ম হয়েছিল সার্চ জায়ান্ট Google এর, ২৭ তম জন্মদিনে জানুন সেই ইতিহাস

দুই প্রতিদ্বন্ধীর খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর এখানেই বাংলাদেশের ভিত নাড়িয়ে দিয়েছিল ভারত। এদিন ম্যাচের ফলাফল নির্ধারণী টাইব্রেকারে বাংলাদেশের জালে একের পর এক গোল করেন ভারতের গাংতে, কোরোউ মেইতেই, ইন্দ্র রানা এবং শুভম পুনিয়া। অনূর্ধ্ব 17-র ছেলেদের দুর্দান্ত পারফরমেন্সের জোরে 4 গোলে এগিয়ে থেকেই টাইব্রেকারে জয় তুলে নেয় ভারত। অন্যদিকে ভারতীয় গোলরক্ষকের চেষ্টায় একটার বেশি গোল করতে পারেনি বাংলাদেশ।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥