Top 10: ননদের সঙ্গে বৌদির পালানো, নিজের ভাইকে খুন, বিজয়ের সভায় পদদলন! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ সেপ্টেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ননদের সঙ্গে বৌদির পালানো, নিজের ভাইকে খুন, বিজয়ের সভায় পদদলন, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন

১০) ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে সাত নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে দেশের ৭ নিয়ম বদলে যাচ্ছে। টিকিট বুকিং-এ আধার ভেরিফিকেশন করা থাকলে প্রথম ১৫ মিনিটেই রেলের টিকিট কাটা যাবে। ওদিকে এলপিজি সিলিন্ডারে নতুন দাম নির্ধারণ হবে। পাশাপাশি এনপিএস-এ এক প্যান নম্বর থেকে একাধিক স্কিমে বিনিয়োগ করা যাবে আর ইউপিআই-তে কালেক্ট রিকুয়েস্ট ফিচার বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে পিএফ অ্যাকাউন্টে নতুন ডিজিটাল পরিষেবা আর নূন্যতম পেনশন বাড়ানো হতে পারে। সাথে অনলাইন গেমে আনা হচ্ছে কঠোর নিয়ম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পাকিস্তানের তৈলবাহী ট্যাংকারে হামলা ইজরায়েলের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দাবি করছেন, ১৭ সেপ্টেম্বর পাকিস্তানগামী একটি তেলবাহী ট্যাংকারে ইজরায়েল হামলা চালিয়েছে। হামলায় আগুন লাগলেও ৪০ জন পাকিস্তানি কর্তা তা নিয়ন্ত্রণ করে আনেন। আর পরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদেরকে জিম্মি করে। নকভি জানিয়েছে, সৌদি আরব এবং ওমানের সহায়তায় ক্রু সদস্যরা নিরাপদে মুক্তি পেয়েছে। আর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করলেও ইজরাইলের নাম উল্লেখ করেনি। এমনকি ইজরায়েল এর দায় অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ধরা পড়বে গাড়ির বকেয়া চালান, ভারতের প্রথম AI বিলবোর্ড বেঙ্গালুরুতে

বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে এবার বসানো হয়েছে ভারতের প্রথম এআই চালিত সড়ক নিরাপত্তা বিলবোর্ড। Cars 24 এবং Crash Free India এর যৌথ উদ্যোগে এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ক্যামেরা তৈরি করা হয়েছে, যা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করেই সরাসরি ডেটাবেস মিলিয়ে দেবে। এর মাধ্যমে বকেয়া চালান, মেয়াদ উত্তীর্ণ বীমা বা দূষণ সার্টিফিকেটের তথ্য সরাসরি স্ক্রিনে দেখা যাবে। আর মূল উদ্দেশ্য হল চালকদেরকে দায়িত্বশীল করে তোলা এবং ট্রাফিক আইন মেনে চলা। ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই বোর্ড চালকদের সচেতন করতেই সহায়ক হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ৫ বছরের সন্তান ও স্বামীকে ফেলে ননদের সঙ্গে পালাল বৌদি

মধ্যপ্রদেশের মাইহার জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। স্বামী এবং পাঁচ বছরের সন্তানকে ফেলে খুরতুতো ননদের সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ। তাঁর নাম সন্ধ্যা। স্বামী আশুতোষ জানাচ্ছে, তাঁদের সাত বছরের দাম্পত্য জীবনে একটি ছেলে রয়েছে। পড়াশোনার জন্য আশুতোষ জব্বলপুর গেলে খুরতুতো বোনের সাথে সম্পর্ক বাড়ে। ১২ আগস্ট প্রথমবার নিখোঁজ হয়ে ফিরে আসেন সন্ধ্যা। কিন্তু ২২ আগস্ট আবারও মোবাইল রেখে উধাও হয়ে যান। পরে হোয়াটসঅ্যাপ চ্যাটে তাদের প্রেমের প্রমাণ মেলে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) পাদ মারায় নিজের ভাইকে খুন করল নাবালক

উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে এবার মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সামান্য বায়ু ত্যাগ করাকে কেন্দ্র করেই এক ভাই আরেক ভাইকে খুন করল। রেল লাইনের ধারে বন্ধুদের সঙ্গে গেম খেলতে গিয়ে ১৫ বছরের কিশোর প্রদীপের সঙ্গে তার ভাই সূর্যের ঝামেলা বাঁধে। ঠাট্টা মশকরা থেকে ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। একসময় সূর্য প্রদীপকে একাধিক ঘুষি মারে, এমনকি মাটিতে ফেলেও দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রদীপের মা জানিয়েছে, কিছুক্ষণ আগেই ভাত খেয়ে তাঁর ভাইয়ের সাথে আড্ডা দিতে বেরিয়েছিল। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ট্রাম্পের বেশেই তৈরি হল দুর্গাপুজোর অসুর

মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট পূজা কমিটিতে এবার দুর্গাপুজোয় চমক দেওয়া থিম দেখা গিয়েছে। এবার অসুরের পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শ্বশুর রূপেই দেখানো হচ্ছে, যাকে মা দুর্গা বধ করছেন। আয়োজকরা জানাচ্ছে, ট্রাম্পের শুল্কনীতি এবং ভিসা নীতিতেই বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে তাকে অসুর বানানো হয়েছে। শিল্পী অসীম পালের তৈরি এই ট্রাম্পাসুর ইতিমধ্যেই ভাইরাল। পাশাপাশি বহরমপুরে ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অসুর রুপও দেখা গেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) শ্যামনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ জনের

শ্যামনগর স্টেশনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পঞ্চমীর দিন রাতে রেললাইন পার হওয়ার সময় এক মহিলা এবং তাঁর শিশু গৌড় এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছে। সবথেকে বড় ব্যাপার, তাদের বাঁচাতে গিয়ে এক স্থানীয় ফল বিক্রেতাও মৃত্যুর কোলে ঢোলে পড়েন। প্রত্যক্ষদর্শিরা জানাচ্ছে, শিশুটি রেল লাইনে পড়ে গেলে তার মা এবং ওই ফল বিক্রেতা তাকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর ঠিক তখনই ওই লাইন দিয়ে গৌড় এক্সপ্রেস চলে আসে। ঘটনাস্থলেই মা এবং শিশুর মৃত্যু হয়। তবে ফল বিক্রেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ

ভন্ড গুরু চৈতন্যানন্দ সরস্বতীকে অবশেষে উত্তরপ্রদেশের আগ্রা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠছিল, দিল্লির বসন্তকুঞ্জের শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ১৭ জন ছাত্রীকে তিনি যৌন নির্যাতন করেছেন। এর পাশাপাশি ৪০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং ভুয়ো ট্রাস্ট গঠন, ভুয়ো পরিচয়পত্র, বিলাসবহুল গাড়ির ডকুমেন্ট ভুয়ো তৈরি করেছে। তাঁর জামিন আগাম খারিজ করে দিয়েছে আদালত। কারণ, তাঁর প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে। প্রসিকিউশন দাবি করছে, প্রায় ৩০ কোটি টাকা উদ্ধারের জন্য হেফাজতে নিয়ে গিয়ে জেরা করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নিমেষের মধ্যেই গুঁড়িয়ে যাবে হামলা, তৈরি হচ্ছে ভারতের অন্তশস্ত্র

ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্সে এবার নতুন কুইক রিঅ্যাকশন সিস্টেম অন্তশস্ত্র নিয়ে আসা হচ্ছে। আর এটি সারফেস টু এয়ার মিসাইল প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে, যেটি বিমান, হেলিকপ্টার, রকেট বা ড্রোন হামলাকে দ্রুত গুঁড়িয়ে দেবে। এই প্রকল্পে ৯টি ইউনিট, মোট ৩৬টি মিসাইল এবং ৩৬টি রাডার থাকবে। এর জন্য মোট ৩০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এটিকে ৮×৮ হাই মোবিলিটি গাড়িতে মোতায়েন করা হবে, আর ৩৬০ ডিগ্রি নজরদাড়ি এবং স্বয়ংক্রিয় কমান্ড কন্ট্রোল থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) থালাপতি বিজয়ের প্রচার সভায় পদদলিত হয়ে মৃত্যু ৩৯ জনের

দক্ষিণী অভিনেতা এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল টিভিকে’র প্রচার সভায় তামিলনাড়ুর কারুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের এবং ৪০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন মহিলা, ৯ জন পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে। অনুমান ছিল, মোট ৩০ হাজার লোক আসবে। তবে ভিড় হয়েছিল প্রায় ৬০ হাজার। বক্তৃতা দেওয়ার সময় মানুষের ভিড় ব্যারিকেডের দিকে চাপ দেয় এবং বিজয়কে দেখার জন্যই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্স দ্রুত না পৌঁছানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥