মাদিহ তালালকে বিদায় দিল ইস্টবেঙ্গল

Published:

East Bengal Released Madih Talal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বোঝা গিয়েছিল আগেই। সেই মতোই, ফরাসি মরক্কোন মিডফিল্ডার মাদিহ তালালকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal Released Madih Talal)। জানা গিয়েছে, উভয় পক্ষের সিদ্ধান্তের পরই তালালের বিদায়ের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে লাল হলুদ। ফলে, চোট সারিয়ে উঠলেও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আর মাঠে নামা হচ্ছে না এই বিদেশির।

তালালের চোট ভুগিয়েছিল ইস্টবেঙ্গলকে

গত 2023-24 মরসুমেই ইস্টবেঙ্গল শিবিরে পা পড়েছিল মাদিহ তালালের। মূলত দু বছরের চুক্তিতে লাল হলুদের জার্সি গায়ে তুলেছিলেন তিনি। তবে মশাল শিবিরে ভিড়েই চোট সমস্যায় পড়েছিলেন এই বিদেশি। ঘরের মাঠে ওড়িশা এফসি’র বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান মাদিহ। এরপর থেকেই লাল হলুদ শিবিরে থেকেও মাঠের বাইরে ছিলেন তিনি।

গত ইন্ডিয়ান সুপার লিগেও তালালের চোটের কারণে যথেষ্ট ভুগতে হয়েছিল অস্কার ব্রুজোর দলকে। এমআরআই এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এসিএলে গ্রেড 3 টিয়ারের চোট ছিল তালালের। যদিও সম্প্রতি চোট যন্ত্রণা কাটিয়ে উঠে অনুশীলনে ফিরেছিলেন তিনি। তবে ফেরা হল না শুধুই লাল হলুদের জার্সিতে। গতকালই, তাঁর বিদায়ের খবর নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মরক্কোন ফুটবলারকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান।

East Bengal Released Madih Talal

অবশ্যই পড়ুন: জয়ের নায়ক তিলক, পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতই

উল্লেখ্য, নতুন মরসুমে শক্তি বাড়াতে ইতিমধ্যেই ছয় বিদেশিকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদে ভিড়েছেন, আর্জেন্টিনার কেবিন সিবিয়ে, প্যালেস্টাইনের মহম্মদ রশিদ, ব্রাজিলের মিগুয়েল ও হামিদ আহদআদরা। এছাড়াও সদ্য নাম লিখিয়েছেন জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি। তাছাড়া মাঝমাঠে সল ক্রেসপো তো রয়েছেনই। এক কথায়, নিজের পছন্দ মতোই দল সাজিয়ে নিয়েছেন প্রধান কোচ অস্কার। তাই ভিড় কমাতে দীর্ঘদিন চোট যন্ত্রণায় থাকা তালালকে ছুটি দিল ইস্টবেঙ্গল। বলা বাহুল্য, কিছুদিন আগেই ডুরান্ড কাপের ডার্বি জয়ের নায়ক দিমিত্রিয়স দিয়ামানতাকোসকেও একইভাবে আলভিদা জানিয়েছিল মশাল ব্রিগেড।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥