‘কয়েক বছর ধরেই হয়রান করছে!’ সোনমের গ্রেফতারিতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক তাঁর স্ত্রী

Published:

Sonam Wangchuk
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার, লাদাখের অশান্তির ঘটনায় সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) গ্রেফতার করেছিল পুলিশ। যা নিয়ে উত্তেজনার পারদ বেশ চরমে উঠেছিল। জানা গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন নাকি জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করেছেন। লাদাখে আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখার বিস্ফোরক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এমতাবস্থায় এবার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরাসরি মুখ খুললেন সোনমের স্ত্রী ও সমাজসেবী গীতাঞ্জলি জে আংমো।

কোনও কারণ ছাড়াই গ্রেফতার সোনমকে!

এদিন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অভিযোগ তোলেন যে, “পুলিশ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ওয়াংচুককে হেফাজতে নিয়েছে। তারা সোনমের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে দেশবিরোধী হিসাবে দাগিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। এটি গণতন্ত্রের সবচেয়ে খারাপ রূপ। কোনও কারণ ছাড়াই, সোনমকে দাগি অপরাধীর মতো ধরে নিয়ে গিয়েছে। যা অত্যন্ত অপমানজনক” এরপরই কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “রাজনৈতিক এবং পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে যারা কথা বলছেন, গেরুয়া শিবির ইচ্ছাকৃতভাবে তাঁদের কণ্ঠস্বর রোধ করছে। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, তাঁদের ভাবমূর্তি নষ্টের জন্য সরকার যা খুশি তাই করছে। এই প্রথমবার নয়, বিগত কয়েক বছর ধরে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে।”

FCRA-এর লাইসেন্স বাতিল নিয়ে কটাক্ষ

সোনমের স্ত্রী ও সমাজসেবী গীতাঞ্জলি জে আংমো স্বামীর বিরুদ্ধে কেন্দ্রের আনা সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তবে অভিযোগ লাদাখ নিয়ে দাবি জোরালো করার পর থেকেই সরকারি সংস্থার চাপ বাড়তে থাকে। তিনি বলেন, ‘‘চার বছর আগে থেকেই গোয়েন্দা আধিকারিকরা হুমকি দিতে শুরু করেছিলেন। বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স মেলেনি। আমাদের সংস্থা হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস, লাদাখ ও সেকমলকে টার্গেট করা হয়।’’ সেকমলের FCRA লাইসেন্স খাবারে স্বনির্ভরতা বা ফুড সোভারেনিটি নিয়ে গবেষণা করছিল। কিন্তু সেই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এছাড়াও ক্ষুব্ধ স্বরে রীতিমত কেন্দ্রকে চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে, “আমি সরকারের প্রতিনিধিদের চ্যালেঞ্জ জানাচ্ছি, তাঁরা টেলিভিশনে আমার সঙ্গে বিতর্কসভায় অংশগ্রহণ করুন।”

আরও পড়ুন: “সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো বন্ধ হলে বাংলায় আগুন জ্বলবে!” সজলের পাশে অর্জুন সিং

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

কিছুদিন আগে লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল এস ডি সিংহ জামওয়াল অভিযোগ করেছিল যে, ওয়াংচুক পাকিস্তানে ডন–এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এক পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছেন। যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল, এবার সেই প্রসঙ্গে গীতাঞ্জলি আংমো পাল্টা বলেন, ‘‘যদি সত্যিই কোনও পাক গোয়েন্দা আধিকারিক এখানে ঘোরাফেরা করে থাকেন, তবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। উল্টে তাঁদের জবাবদিহি করতে হবে।’’ তাঁর সাফ কথা, ‘‘আমার স্বামী শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। তাঁর বিরুদ্ধে পাকিস্তান-যোগ বা হিংসার উস্কানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা নিছক রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।’’

গুরুত্বপূর্ণ খবর
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join