সৌভিক মুখার্জী, কলকাতা: 13 হাজার কোটি টাকার PNB প্রতারণা কাণ্ডে আবারও নয়া মোড়। এই মামলায় নীরব মোদীর (Nirav Modi) ভগ্নিপতি মায়াঙ্ক মেহতাকে ক্ষমা করল সিবিআই-এর বিশেষ আদালত। জানা গিয়েছে, রাষ্ট্রপক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াতে রাজি হওয়ার কারণে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে।
কী বলল আদালত?
ইন্ডিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী, বিশেষ সিবিআই আদালতের বিচারপতি এভি গুজরাথি তাঁর রায়ে এদিন জানিয়েছেন, মায়াঙ্কের আবেদনের আপত্তি জানানোর মতো কোনওরকম প্রমাণ আদালতের সামনে আসেনি। কিন্তু ক্ষমা করা হয়েছে শুধুমাত্র তাঁর ব্যক্তিগত ক্ষমতার জেরে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, মায়াঙ্ক বর্তমানে বিদেশে থাকলেও তাঁকে আদালতের কার্যক্রমে উপস্থিত থাকার ব্যবস্থা করে দিতে হবে প্রসিকিউশনের পক্ষ থেকেই।
প্রসঙ্গত, এবার প্রথমবার নয়। 2021 সালের জানুয়ারি মাসেও ইডির মামলায় মায়াঙ্ক এবং তাঁর স্ত্রী পূর্বর মেহতা অর্থাৎ নীরব মোদীর বোনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ক্ষমা করে দেওয়া হয়েছিল। আর সে সময় তাঁরা সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে সম্মত হয়েছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরেই সিবিআই মায়াঙ্ক মেহতার বিরুদ্ধে কড়া অবস্থায় নিয়েছিল। অভিযোগ উঠছিল, নীরব মোদীর একাধিক শেল কোম্পানির টাকা সরাসরি মায়াঙ্ক এবং পূর্বর মেহতার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল। এমনকি সিবিআই অভিযোগ করছে, তাঁরা তদন্তে সেরকম কোনও তথ্য দিতে চাননি। তবে এবার সিবিআই নিজেদের অবস্থান পাল্টেছে। তাঁদের তরফে জানানো হয়েছে যে, মায়াঙ্ক যদি সত্যি সম্পূর্ণ তথ্য দেয়, তাহলে তাঁকে ক্ষমা করে দেওয়ায় কোনও আপত্তি নেই।
আরও পড়ুনঃ অনেক হয়েছে, আর নয়! স্থানীয় জনতার বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর
উল্লেখ্য, মায়াঙ্ক একজন ব্রিটিশ নাগরিক এবং বহুদিন ধরে হংকং-এ বসবাস করছেন। তবে 2021 সালের সেপ্টেম্বর মাসে তিনি স্বেচ্ছায় ভারতে আসেন এবং তদন্তেও সহযোগিতা করতে থাকেন। তাঁর সাহায্যে নীরব মোদীর একাধিক সম্পত্তি সরকারের নামে বাজেয়াপ্ত করে দেওয়া হয়। আর এই মামলায় মায়াঙ্ককে বহুবার তলব করা হলেও তিনি সিবিআই দপ্তরে হাজির হননি বলেই অভিযোগ। এমনকি তাঁর উপর কড়া নজরদারি রাখা হয়। পরে 2022 সালে বম্বে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রক্ষা পেয়েছিলেন তিনি।