বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালেও হেরেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। দুবাইয়ের মাঠে সূর্যকুমার যাদবদের বিপক্ষে রুখে দাঁড়াতে গিয়েই আবারও গাড্ডায় পড়েছে ইসলামের দেশ! তবে হারের পরও বিতর্ক ছাড়েনি পাকিস্তান দলকে। ভারতের কাছে পরাস্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত সন্ত্রাসীদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়ে দিলেন পাক অধিনায়ক সলমান আলি আঘা।
প্রকাশ্যে জঙ্গিদের পরিবারকে সাহায্যের কথা বললেন সলমান?
রবিবার, ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে হাজির হয়ে কার্যত ভারতের বিরুদ্ধে একাধিক মন্তব্যে করেন পাক অধিনায়ক সলমান আঘা। গত 14 সেপ্টেম্বরের ম্যাচের পর সূর্যকুমার যাদবের বক্তব্যকে মিথ্যা হিসেবে দাগিয়ে দেন তিনি। একই সাথে, সাংবাদিকদের সাক্ষী রেখেই পাকিস্তান দলের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, এশিয়া কাপে তাদের ম্যাচ ফিয়ের পুরোটাই ভারতের অপারেশন সিঁদুরে নিহতদের পরিবারকে দান করবেন তারা।
বলাই বাহুল্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে গত 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বুকে তাণ্ডব চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুরের অধীনে এদিন পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি বেছে বেছে গুড়িয়ে দেয় ভারত। নিকেশ করা হয় শতাধিক সন্ত্রাসীকে। আর সেই ঘটনাতে শোক প্রকাশের পর এবার এশিয়া কাপের মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক অধিনায়ক ঘোষণা করে দিলেন, ভারতের অপারেশন সিঁদুরে নিহতদের পরিবার অর্থাৎ জঙ্গি পরিবারগুলিকেই এশিয়া কাপের ম্যাচ ফিয়ের পুরোটাই দান করবে পাকিস্তান দল। যার মধ্যে আরও একবার সর্বসমক্ষে নিজেদের মুখোশ নিজেরাই টেনে ছিড়ে ফেললেন আঘারা।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: অনেক হয়েছে, আর নয়! স্থানীয় জনতার বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর
উল্লেখ্য, গতকাল পাকিস্তানের পরাজয় নিশ্চিত করেই কল্পনায় ট্রফি হাতে সেলিব্রেশন করেছিলেন সূর্যকুমার যাদবেরা। পরে, সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে ভারতের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, ‘এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে তাঁর ম্যাচ ফিয়ের সবটাই সেনাবাহিনীকে দান করা হবে।’ এদিন অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর অবদান স্মরণ করেই তাঁদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন সূর্য। এদিকে, ভারতের কাছে হেরে রানার আপের 1 কোটি 70 লক্ষ টাকার চেক নিয়েও পরে তা মাঠেই ছুঁড়ে ফেলেন হ্যারিস রউফদের অধিনায়ক।