সহেলি মিত্র, কলকাতাঃ শেষ হতে চলেছে সেপ্টেম্বর মাস। অথচ বৃষ্টি, গরম যেন বাংলার পিছুই ছাড়তে চাইছে না কিছুতেই। আজ আবার মহাষ্টমী। সকাল থেকে প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়েছে অঞ্জলি। তবে আকাশে মেঘ রয়েছে বেশ ভালোই। তাহলে কি আজ মঙ্গলবার বৃষ্টি হবে বাংলায়? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে আজ ৩০ সেপ্টেম্বর। এই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছ ২ থেকে ৪ অক্টোবরের সময়সীমার মধ্যে। তবে আজ কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুতৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন বুধবার অর্থাৎ অক্টোবরের প্রথম দিন সমগ্র দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তাহলে জানিয়ে রাখি, এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। অপরদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং হুগলী জেলায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।