বীরভূমে তেলের বন্যা! ফ্রি-তে নিতে জমল ভিড়, সামাল দিতে এগিয়ে এল পুলিশ-দমকল

Published:

Birbhum
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: মা দুর্গার আগমনে চারিদিকে উৎসবমুখী হয়ে উঠেছে গোটা বাংলা। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। আর এই উৎসবমুখর পরিস্থিতির মাঝে মাঝেই ঘটলো এক অবাক করা কাণ্ড। বীরভূমে (Birbhum) তেলের বন্যা দেখা গেল এলাকা জুড়ে। যা দেখে অবাক স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ।

তেল কুড়োতে এলাকায় ভিড়

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বীরভূমের দুবরাজপুরে গত রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিনে সকাল থেকে রাত পর্যন্ত হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলের সামনে হঠাৎ করে তেলের বন্যা দেখা যায়। সকাল সকাল দুর্গাপুজোর আবহে বীরভূমের দুবরাজপুরে অদ্ভুত এই কাণ্ড দেখে অবাক হেতমপুর এলাকাবাসী। তেল বন্যার এই খবর প্রকাশ্যে আসতেই ভিড় জমায় এলাকার শতাধিক বাসিন্দারা। এদিকে ফ্রিতে এই তেল ছাড়তে কেউই রাজি হয়নি তাই তো কেউ ঘড়া, কেউ বালতি, কেউ আবার বড় বড় প্লাস্টিকের জার নিয়ে তেল কুড়াতে শুরু করেন তাঁরা। তবে প্রথম দিকে সকলে ওই তরল কুড়োতে থাকলেও পরে জানা যায় তা অপরিশোধিত পাম তেল।

কী কারণে এই ঘটনা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরেন্দ্র নামে এক হোটেলের সামনে পাঁচটি কন্টেনার দাঁড়িয়ে ছিল। কিন্তু কোন কারণবশত ওই কন্টেনারের ভেতরের ব্লাডার ফেটে যায়। তার থেকেই অনবরত বের হতে থাকে তরল জাতীয় পদার্থ। তেলের স্রোত এতটাই যে রাস্তাঘাট, এমনকি আশপাশের মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর সেই তেল কুড়াতে ভিড় জমায় একাধিক মানুষ। যার ফলে অবস্থা সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং দমকল বাহিনীর একটি ইঞ্জিন। কিন্তু স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীরা বারবার সতর্ক করলেও মানুষের ভিড় সামাল দিতে বেগ পেতে হয়। শেষে পুলিশ ও দমকলের পক্ষ থেকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কন্টেনার সরানোর ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: পুজোয় মহিলাদের বস্ত্রদানে বাধা! ভিডিও পোস্ট করে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুভেন্দুর

বীরভূমের এই তেল কাণ্ডের ঘটনা প্রসঙ্গে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেসতুল্লাহ সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম গিয়ার অয়েল বা ব্রেক অয়েলের মতো কিছু একটা হবে। তাই সবাইকে বারবার অনুরোধ করেছি তেল কুড়াতে না যেতে। কী তেল, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা নিশ্চিত না হয়ে নেওয়া ঠিক নয়। শেষে যদিও পুলিশের সক্রিয় টাইপ পরিচিতি নিয়ন্ত্রণে আসে। ”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join