২০২৫ সালে দেবীর বরণ, সিঁদুর খেলা, বিসর্জন কখন হবে? জানুন বিজয়া দশমীর সময়সূচী

Published:

Bijaya Dashami 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেখতে দেখতে আজ দুর্গাপুজোর তিনটে দিন কেটে গেল। আর দু’দিন পরেই বিজয় দশমী, যেদিন মা দুর্গাকে বিদায় জানাতে হবে। আর এই বিজয়া (Bijaya Dashami 2025) শুধুমাত্র দুর্গাপুজোর পরিসমাপ্তি নয়, বরং বাঙালির আবেগের সঙ্গেও জড়িত। শাস্ত্র বলছে, দেবী দুর্গা মহিষাসুর বধের পর কৈলাসে ফিরে যান এই বিজয় দশমীর দিন। তাই এই দিন বরণ, সিঁদুর খেলা, বিসর্জন, বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দেবীর বিদায় জানাতে হয়। তবে এ বছর কবে পড়ছে বিজয় দশমী? কী রয়েছে তিথি নক্ষত্র? চলুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

২০২৫ সালে বিজয় দশমীর নির্ঘন্ট

পঞ্জিকা বলছে, এ বছর অর্থাৎ ২০২৫ সালে বিজয় দশমী পড়ছে ২ অক্টোবর, বাংলা ১৫ আশ্বিন, বৃহস্পতিবার। তবে বিজয় দশমীর তিথি লাগছে ১ অক্টোবর সন্ধ্যা ৭:০২ মিনিটে এবং তিথি ছাড়াচ্ছে ২ অক্টোবর সন্ধ্যা ৭:১০ মিনিটে। তারপরেই শুরু হবে একাদশী তিথি। মূলত ২ অক্টোবর সকাল থেকেই পুজো সমাপ্তির পর দেবীবরণ এবং সিঁদুর খেলা শুরু হবে। আর দিনভর ধরেই চলবে মা’কে বিদায় জানানোর পালা।

২০২৫ সালে দেবীর আগমন এবং গমন

পঞ্জিকা বলছে, ২০২৫ সালের মা দুর্গার আগমন হয়েছে হাতিতে। আর শাস্ত্র অনুযায়ী, গজে আগমন মানে সুখ, শান্তি, সমৃদ্ধি আর শস্য শ্যামলার প্রতীক। অর্থাৎ, কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি হবে, ধনসম্পত্তি বৃদ্ধি পাবে], মানুষের পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে। অর্থাৎ, দেবীর আগমন শুভ বলেই মানা হচ্ছে। তবে যদি আমরা গমন নিয়ে কথা বলি, তাহলে এ বছর দেবীর গমন হবে দোলায়, অর্থাৎ পালকিতে। আর দোলায় গমন মানে মহামারি, মড়কের আশঙ্কা। অর্থাৎ, আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুনঃ ‘আমার পরিবারকে মেরে ফেলতে চায়!’ পুজোর মাসে পুরো বেতন কাটায় বিস্ফোরক সুমন বিশ্বাস

সামনে রয়েছে আরও উৎসব

তবে উৎসবের মরসুম কিন্তু দুর্গাপুজো দিয়েই শেষ নয়। তার পরপরই লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, এমনকি আরও বিভিন্ন রকম উৎসব রয়েছে। সেই সূত্র ধরে পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে, এ বছর কোজাগরি লক্ষীপুজো পড়বে আগামী ৬ অক্টোবর, সোমবার। তবে পূর্ণিমা তিথি শুরু হবে ৬ অক্টোবর দুপুর ১২:৩০ মিনিটে এবং পূর্ণিমা থাকবে ৭ অক্টোবর সকাল ৯:১৬ মিনিট পর্যন্ত। পাশাপাশি এ বছর কালীপুজো পড়বে আগামী ২০ অক্টোবর, সোমবার। আমাবস্যা তিথি শুরু হবে ২০ অক্টোবর দুপুর ৩:৪৪ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫:৫৪ মিনিটে। এছাড়া ২০২৫ সালে ভাইফোঁটা পড়ছে আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join