Top 10: বীরভূমে তেলের বন্যা, PoK-তে যুদ্ধের আগুন, পূজা মন্ডপে আজানের সময়সূচী! আজকের সেরা ১০ খবর

Published:

india hood top 10
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ সেপ্টেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বীরভূমে তেলের বন্যা, PoK-তে যুদ্ধের আগুন, পূজা মন্ডপে আজানের সময়সূচী, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) টিসিএসের ৩০ হাজার কর্মী ছাঁটাই

টিসিএস কর্মীরা এবার বিরাট ঝটকা খেল। এই কোম্পানি থেকে এবার বিরাট কর্মী ছাঁটাই হতে চলেছে। প্রথমে জানা গিয়েছিল ২ শতাংশ কর্মী কমানো হবে। তবে আইটি কোম্পানি সংগঠনগুলো দাবি করছে, ৩০ হাজার কর্মী ছাঁটাই হতে পারে। এক ব্যক্তি বলছে, ১৩ বছর ধরে টিসিএস-এ কাজ করছি, নিজের সবটা দিয়েছি। তবে এরকম ব্যবহার পাব কল্পনা করতে পারিনি। এমনকি তিনি এও অভিযোগ করছেন যে, তাকে ৬ থেকে ৮ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। পাশাপাশি টিসিএস-এর নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে বছরে ২২৫ দিন উপলব্ধ থাকতে হবে আর ৩৫ দিনের বেশি ছুটিতে থাকা যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বীরভূমে তেলের বন্যা, হইহুল্লোড় স্থানীয়দের

বীরভূম জেলা জুড়ে এবার দেখা গেল তেলের বন্যা। হ্যাঁ,এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ, সবাই অবাক। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলের সামনেই তেলের বন্যা দেখা যায়। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভিড় জমাতে থাকা বাসিন্দারা। ফ্রিতে তেল ছাড়তে কেউই রাজি হয়নি। কেউ বালতি, কেউ বড় বড় প্লাস্টিকের জার নিয়ে তেল কুড়োতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরেন্দ্র নামের এক হোটেলের সামনে পাঁচটি কন্টেনার দাঁড়িয়েছিল। কোনও কারণবশত ওই কনটেনারের ভেতরে ব্লাডার ফেটে যায়। তাই অনবরত তেল ঝরতে থাকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ফের পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের আগুন

ফের যুদ্ধের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীরে। গতকাল হাজার হাজার মানুষজন আওয়ামী অ্যাকশন কমিটির পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করছিল। তবে পাক সেনারা তাদের উপরেই গুলি চালায়। আর সেখানে দুজনের মৃত্যু হয় এবং ২২ জন আহত হয়েছে। মূলত পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ বহু বছর ধরেই সরকারের বঞ্চনার শিকার হয়ে আসছে। তারা জানিয়েছে, ৭০ বছর ধরেই আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই আমরা আন্দোলনের পথে নেমেছি। জানা গিয়েছে, শওকত নওয়াজ মিরের ডাকে সাড়া দিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। কিন্তু পাক সেনারাই উল্টে তাদের উপর হামলা চালায়। আর এতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যে বিপাকে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) পানের দোকান খুলে বসল জলপাইগুড়ি পঞ্চায়েত প্রধান

এবার পানের দোকান খুলে বসল জলপাইগুড়ি পঞ্চায়েত প্রধান। পুজোয় বাড়তি রোজগারের আশা নিয়ে পূজা মণ্ডপের সামনে পানের দোকান দিলেন তিনি। এমনকি ঠাকুর দেখতে এসে সেই দোকানের সামনে থমকে দাড়াচ্ছে অনেকে। জানা গিয়েছে, সারা বছর বাড়িতে মুদি দোকান চালান জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অনিতা রাউত। দোকানে বসেই তিনি গ্রাম পঞ্চায়েত নিয়ন্ত্রণ করেন। মূলত বাড়তি আয়ের আশাতেই জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সংঘের পূজা মন্ডপে পানের দোকান খুলে বসেছেন তিনি। তবে তিনি দোকানদারি করতে করতেই গ্রামের হাল হকিকত খতিয়ে দেখছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বাংলায় ১১৬৬ কোটি টাকা বিনিয়োগ করল বিএসএনএল

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএসএনএল এর 4G পরিষেবা উদ্বোধন করেছেন। আর তার জন্য দেশজুড়ে ৯৭,৫০০ এর বেশি টাওয়ারের কমিশন করেছেন। তবে এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১১৬৬ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। জানা গিয়েছে, কলকাতায় মোট ১৫৯৬টি টাওয়ার বসবে। এর জন্য ৩৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে। আর কলকাতা ছাড়া বাকি ২৩টি জেলায় ২১৪৮টি টাওয়ার বসানো হচ্ছে, যার জন্য ৭৮২ কোটি টাকা খরচ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবর্ষে কলকাতা টেলিফোন সার্কেলে বিএসএনএল প্রায় ৪৮৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আর তাদের গ্রাহক সংখ্যা গত এক বছরে বেড়েছে ৯ কোটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) দুই সন্তান এবং স্বামীকে ছেড়ে প্রেমিকের দুয়ারে ধর্নায় গৃহবধু

ফেসবুক থেকেই হয়েছিল আলাপ, আর সেখান থেকে কথাবার্তা। প্রেম শুরু না হতেই বিবাহের পথে গড়ায় সম্পর্ক। তবে শেষে ঘর ছাড়তে বাধ্য হলেন গৃহবধূ। এই ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। তবে প্রাক্তন স্বামীকে ডিভোর্স না দিয়ে আরও এক নতুন সংসার শুরু করলেন তিনি। জানা যাচ্ছে, ধুপগুড়ির পূর্ব ডাউকিমেরী এলাকার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি তুলে ধর্নায় বসেছিলেন কল্যাণী রায়। আর পূর্বে ডাউকিমেরী এলাকার যুবক দিবাকর মন্ডলের সঙ্গে তার প্রথম ফেসবুকে দেখা হয়েছিল। সেখান থেকেই প্রেমের সূত্রপাত দুইজনের। তবে টানা দুই বছর ধরে প্রেম করার পর অবশেষে তারা সংসার করার ইচ্ছা প্রকাশ করে বাড়ি থেকে বেরিয়ে যান। অর্থাৎ, যার জন্য ঘর ছাড়লেন, সেই প্রেমিকই প্রেমিকার হাত ছেড়ে দিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ব্যাঙ্ক থেকে চুরি ৯০ লক্ষ টাকার সোনা, আয়কর দপ্তরকে দোষারোপ হাইকোর্টের

ব্যাঙ্ক থেকে চুরি হয়ে গেল ৯০ লক্ষ টাকার বাজেয়াপ্ত সোনা। তবে এই ঘটনায় সরাসরি আয়কর দপ্তকে দায়ী করল এলাহাবাদ হাইকোর্ট। জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর বাড়িতে আইকর দপ্তর হানা দিয়ে কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করেছিল। আর নিয়মমাফিক সেই গয়নাগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে রাখা হয়। তবে মামলা চলাকালীন সেই লকার ভেঙে গয়না চুরি হয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আয়কর দপ্তর এবং শাখার ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেন। তবে হাইকোর্ট জানিয়ে দিল যে, আয়কর দপ্তরের তত্ত্বাবধানেই সোনা চুরি হয়েছে। তাই ক্ষতিপূরণ আয়কর দপ্তরকে দিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) মুর্শিদাবাদের পূজা মন্ডপে আজানের সময়সূচী

মুর্শিদাবাদের এক দুর্গাপুজো মন্ডপে সেটে দেওয়া হয়েছে মুসলিমদের আজানের সময়সূচী। আর তাতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য। এই ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মুর্শিদাবাদে মহম্মদ ইউনুস মডেল। আর এই সরকারের মূল উদ্দেশ্য হল ক্ষমতা টিকিয়ে রাখা এবং হিন্দুদের উপর নির্যাতন করা। উল্লেখ্য, এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুর পঞ্চায়েতের পূর্ব শীতলার এক পুজা মন্ডপে। আর সেখানে হিন্দু সম্প্রদায়রা জোট বেঁধেই এই পুজো করে। তবে এ বছরই ঘটে গেল এরকম ঘটনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দুষ্কৃতীর জন্মদিনে পুলিশের নাচ ও মদ্যপান, সাসপেন্ড চারজন

দুষ্কৃতীর জন্মদিনের পার্টিতেই মেয়েদের সঙ্গে ডান্স এবং বিয়ারের নেশায় মত্ত হল পুলিশ কর্মীরা। এর জেরে সঙ্গে সঙ্গে সাসপেন্ড হল চারজন। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ বর্ডার আউটপোস্টে। সোমবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আউটপোস্টের ইনচার্জ সহ চার পুলিশকর্মী একসঙ্গে মেয়েদের সঙ্গে নাচ করছেন এবং বিয়ারের বোতল হাতে। এমনকি ওই জন্মদিনের আয়োজক ইরশাদ মালিক, যিনি একাধিক দুর্নীতি কান্ডের সঙ্গে জড়িত। এই খবর সামনে আসতেই তাদের চারজনকে সাসপেন্ড করে দেন পুলিশ কমিশনার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে প্রশংসাই ভাসালেন ডোনাল্ড ট্রাম্প

ফের পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আসিম মুনীরকে প্রশংসায় পঞ্চমুখ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, গাজায় ইসরাইল-হামাস সংঘাত থামাতে গিয়েই সম্প্রতি ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব রেখেছিলেন, সেখানে ভূমিকা নেওয়ার জন্যই এই প্রশংসা। ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনীর আমাদের শুরু থেকেই পাশে ছিলেন। এমনকি ২০ দফার প্রস্তাবে বলা হয়, গাজায় মানুষদের সরে যেতে দেওয়া যাবে না। আর হামাস যদি রাজি হয়, তাহলে ৭২ ঘন্টার মধ্যেই সমস্ত ইজরাইলি বন্দীকে মুক্তি করে দিতে হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যের পিছনে ঠিক আসল রহস্য কি, তা এখনও প্রকাশ্যে আসেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join