ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! আজ দক্ষিণবঙ্গে দুর্যোগের আভাস! নবমীর আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর অনেক আগে থেকেই বৃষ্টি সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু সেই প্রভাব প্রথম দিকে না কাটলেও শেষে ঠিকই বাস্তবের রূপ নিচ্ছে। অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি (Weather Update) অসুরের দেখা না মিললেও, রেহাই পেল না অষ্টমী, নবমী এবং দশমী। মঙ্গলবার একটু বেলা গড়াতেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বিদায় বেলাতেও যে দুর্যোগ পিছু ছাড়ছে না, সেটাই স্পষ্ট করল হাওয়া অফিস। আজ থেকেই নাকি ভাসবে রাজ্যের একাধিক জেলা।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, এইমুহুর্তে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হলে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। অর্থাৎ নবমীতে মায়ের বিদায় বেলাতেও ফের বৃষ্টি বাড়তে পারে শহরজুড়ে। তার সঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজও রয়েছে বৃষ্টির দাপট। গতকাল অষ্টমীর সকালের দিকে রোদ ঝলমলেই ছিল আবহাওয়া। কিন্তু বেলা গড়াতেই আকাশে গুমোট ভাব দেখা যায়। দুপুরের দিকে শহরের কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তবে প্যান্ডেল হপিং করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজ শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ দশমীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়।

আরও পড়ুন: ফেসবুকে আলাপ থেকে প্রেম! দুই সন্তান, স্বামীকে ছেড়ে প্রেমিকের দুয়ারে ধর্নায় ধূপগুড়ির গৃহবধূ

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join