এসিএল টু থেকেই সরে দাঁড়িয়েছে মোহনবাগান? যা জানাল AFC

Published:

AFC On Mohun Bagan Super Giant ACL 2
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। চ্যাম্পিয়নস লিগ টুয়ের মঞ্চে সেপাহানের বিরুদ্ধে খেলতে না যাওয়ায় বাগান ফুটবলার জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেনদের নিয়ে বড় সিদ্ধান্ত জানালো AFC। স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, সবুজ মেরুন এসিএল 2 এর গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলায় AFC মনে করছে, তারা গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছে (AFC On Mohun Bagan)।

ঠিক কী সিদ্ধান্ত জানাল AFC?

এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়নস লিগ টুয়ে ইরানের ইস্ফাহানে মোহনবাগান না যাওয়ায়, ধরে নেওয়া হয়েছে তারা নিজে থেকেই AFC চ্যাম্পিয়নস লিগ টু থেকে সরে দাঁড়িয়েছে। বেশ কিছু আইনের একাধিক ধারা তুলে ধরে AFC জানায়, মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করে দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, একদিকে মোহনবাগান প্লেয়ারদের সুরক্ষার কথা চিন্তা করে ইরানে ম্যাচ খেলতে চায়নি। অন্যদিকে, সেপাহানের বিপক্ষে ম্যাচ খেলতে না যাওয়ায় AFC ভেবে নিয়েছে, মোহনবাগান আর খেলবে না! সব মিলিয়ে, এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থার সিদ্ধান্তে আগামীতে শাস্তির বেড়াজালে জড়িয়ে যেতে পারে গঙ্গা পাড়ের দল। সেই আশঙ্কাটা বাগান শিবিরে রয়েছে সেটা বলাই যায়।

অবশ্যই পড়ুন: আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে কমছে টোল ট্যাক্স, বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার

উল্লেখ্য, গত বছর ট্রাক্টর এফসির ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। মধ্যপ্রাচ্যের দেশটিতে সেবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে খেলোয়াড়দের সুরক্ষার কথা মাথায় রেখেই ইরান সফর বাতিল করে দেয় সবুজ মেরুন। যদিও এর আগে বাগান শিবিরের তরফে ম্যাচের ভেন্যু বদলের আবেদন জানানো হয়েছিল। যদিও সেই আবেদনে সাড়া দেননি উদ্যোক্তারা।

এবছরও ঠিক একই ঘটনার সাক্ষী থাকলো মোহনবাগান। প্লেয়ারদের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে ইরান থেকে সেপাহানের ম্যাচ সরিয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার আবেদন জানিয়েছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তবে সেই আবেদন আমলেই নেয়নি AFC। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে জানানো হয়, ইরানে মোহনবাগান ফুটবলারদের সুরক্ষা নিয়ে চিন্তা করার কারণ নেই। কিন্তু এর নেপথ্যে কোনও যুক্তি দিতে পারেনি AFC।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join