সৌভিক মুখার্জী, কলকাতা: আমেরিকাতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) ভারতের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক মন্তব্য করে বসলেন। তিনি অভিযোগ তুলছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশের বিষয়ে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে। এমনকি তিনি নাকি এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাও করেছেন।
হাসিনাকে সমর্থন ভারতের
রাষ্ট্রপুঞ্জের 80 তম সাধারণ সভায় অংশগ্রহণ করতে নিউইয়র্কে গিয়েছিলেন ইউনূস। আর সেখানে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে এসেছে। আর যারা তার পিছনে আছেন, তারা সম্ভবত এখনও আশা করছেন যে, হাসিনা বিজয়ী নেতা হিসেবেই বাংলাদেশে আবারও ফিরে আসবে। যদিও তিনি উল্লেখ করেছেন, ভারতের পক্ষ থেকে সরাসরি হাসিনাকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে না। কিন্তু বাইরের কিছু শক্তি তাঁকে বাংলাদেশে ফেরাতে সাহায্য করতে পারে।
BIG NEWS 🚨 Bangladesh’s Muhammad Yunus in America days : “We have problems with India right now” 😳
He said “They didn’t like what the students had done. India is hosting Sheikh Hasina. SAARC should be revived” 🤯 pic.twitter.com/uUZP8Iwnnp
— Times Algebra (@TimesAlgebraIND) September 25, 2025
মোদীর সঙ্গে আলোচনা
এদিকে ইউনূস জানিয়েছেন, তিনি মোদীকে দুইটি বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছিলেন। প্রথমত, হাসিনাকে রাখলে তিনি বাংলাদেশের বিষয়ে কোনওরকম মন্তব্য করবেন না। আর দ্বিতীয়ত, তিনি যেন দেশের জনগণের উপর কোনওরকম রাজনৈতিক বক্তব্য না রাখে। কিন্তু মোদী জানিয়েছিল, আমি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারি না।
আরও পড়ুনঃ ফলোয়ার বাড়াতে ফেসবুক নিয়ে এল সেরা দুই ফিচার, উপকারে আসবে ক্রিয়েটরদের
এদিকে 2024 সালের 5 আগস্ট জনবিক্ষোভের কোপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা। তারপরেই তিনি ভারতে থাকতে শুরু করেন এবং নিয়মিতভাবেই সামাজিক মাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এদিকে ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং দলের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু আগামী নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবে না বলেই অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে।