সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ৬.৯ মাত্রার ভূমিকম্প, LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি, হাসিনার ক্ষমতায় ফেরার জল্পনা, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্স
ফিলিপাইনসে ৬.৯ মাত্রার ভূমিকম্পের ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। সেবু দ্বীপ এবং আশেপাশের এলাকায় হঠাৎ করে কম্পন অনুভূত হয়। আর এর ফলে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত। জানা যাচ্ছে, এই ভূমিকম্পে বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে গিয়েছে, এমনকি ২০০ বছরের পুরনো একটি গির্জা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আফটারশক এবং সমুদ্রপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনের কারণেই এই ভূমিকম্প। ফলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অক্টোবরের শুরুতেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
অক্টোবর শুরুতেই ঝটকা দিল এলপিজি সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর এখন দাম দাঁড়িয়ে আছে ১৫৯৫.৫০ টাকা। এদিকে কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে ১৫.৫০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। তবে ঘরোয়া সিলিন্ডারের দাম কোনওরকম পরিবর্তন হয়নি। উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উত্তরপ্রদেশে ২০ অক্টোবর ১ কোটি ৮৫ লক্ষ মহিলা বিনামূল্যে গ্যাস পাবেন বলেও জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আগামী সপ্তাহ থেকে কমছে টোল ট্যাক্স
কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আগামী সপ্তাহ থেকেই দেশের সমস্ত টোল প্লাজায় ট্যাক্স কমানো হবে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নির্দেশ অনুযায়ী, নতুন রেট কার্যকর করা হবে। ফলে প্রতিটি ছোট গাড়ি চালকদের ৫ থেকে ১০ টাকা করে সাশ্রয় হবে। কিন্তু আগে ২০০৪-০৫ সালের ভিত্তিতেই টোল ট্যাক্স নির্ধারণ করা হতো। আর এবার ২০১১-১২ সালের মুদ্রাস্ফীতি হারেই রেট ঠিক করা হবে। নতুন সিদ্ধান্ত এপ্রিল মাসের টোল বাড়ানোর অতিরিক্ত চাপ কমাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বর্ধমানে ভূতের থিম দেখে অজ্ঞান বহু মানুষ
বর্ধমানের গোলাঘাট প্রগতি সংঘের দুর্গাপুজো মন্ডপের এবারের থিম ভুতের আড্ডা। আর তাকে ঘিরেই অষ্টমীর রাতে একের পর এক দর্শনার্থী অজ্ঞান হয়ে পড়ল। কমপক্ষে ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। দর্শনার্থীরা থিমে ভুতের দৃশ্য দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাব কর্তৃপক্ষ ঐ থিম বন্ধ করে দেন। আর কর্তৃপক্ষ জানিয়েছে, থিমের উদ্দেশ্য ছিল মূলত শিশুদের সাহস বৃদ্ধি করা। তবে অতিরিক্ত ভয়ের কারণে অসুস্থ হলে সিভিক ভলেন্টিয়ারদের সাহায্যে সবাই সুস্থ হয়ে যান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কাজসহ মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ লক্ষ কর্মীর বেতন বন্ধ
মার্কিন প্রশাসন তহবিল সংক্রান্ত বিল অনুমোদন না করতে পারায় মঙ্গলবার দেশজুড়ে শাটডাউন কার্যকর করে দিয়েছে। আর এর ফলে সরকারি দপ্তরের অধিকাংশ কাজই এখন বন্ধের মুখে। এমনকি তার মধ্যে খাদ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা ভাতা রয়েছে। প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারী এর জেরে বেতন পাবে না। আর অনেককেই জোরপূর্বক কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে অভিবাসন, প্রতিরক্ষা এবং পরিবহন নিরাপত্তা জরুরী পরিষেবা চালু থাকবে বলেই জানানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) প্রধানমন্ত্রী উদযাপন করলেন ১০০ টাকার স্মারক মুদ্রা
আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে স্বাধীন ভারতে প্রথমবার ১০০ টাকার স্মারক মুদ্রা উদযাপন করা হল। এমনকি এর সঙ্গে ডাকটিকিটও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে মোদী জানিয়েছেন, আরএসএসের প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধেই ন্যায়ের জয়ের প্রতীক। আর সে কারণেই এই নতুন মুদ্রা উদযাপন করা হচ্ছে। এই নতুন মুদ্রায় অশোক স্তম্ভ এবং ভারত মাতা এবং অন্যপাশে সিংহবাহিনী এবং স্বেচ্ছাসেবকের ছবি খোদাই করা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) নবমীর দিনেই ৩% ডির বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের
নবমীর দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লটারি লাগল। হ্যাঁ, তাদের ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা হল। আর এর ফলে এবার থেকে সরকারি কর্মচারী ও পেনশনভীরা মোট ৫৮% হারে মহার্ঘ ভাতা পাবে। প্রসঙ্গত, মার্চ মাসে ২% ডিএ বৃদ্ধি করা হয়েছিল। আর মাত্র ৬ মাসের মধ্যেই আবার ডিএ বাড়ানো হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নতুন ডিএ জুলাই মাস থেকে কার্যকর করা হবে। এতে উপকৃত হবে প্রায় ১ কোটির বেশি কর্মী এবং পেনশনভোগী। এর মধ্যে ৪৮.৬৬ লক্ষ কর্মচারী আর বাকিরা পেনশনভোগী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মহসিন নগভি ফিরিয়ে দিলেন এশিয়া কাপের ট্রফি
এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি নিয়ে বিতর্কের অবসান ঘটল। ফাইনালের দুইদিন পরেও ভারত ট্রফি না পাওয়ার কারণে বিসিসিআই চেয়ারম্যান মহসিন নগভিকে তিরস্কার করেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নগভি ক্ষমা চেয়ে ট্রফি আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের হাতে তুলে দিয়েছে। আর সেখান থেকেই বিসিসিআইকে সেই ট্রফি দিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, তারা নগভি বাদে অন্য যেকোনও কারোর কাছ থেকে ট্রফি নিতে প্রস্তুত। তবে অপমানিত হয়েই নগভি ট্রফি নিয়ে চলে যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আগামীকাল লঞ্চ হচ্ছে প্রথম AI কল অ্যাসিস্ট্যান্ট
হায়দ্রাবাদের সংস্থা Equal AI প্রথম AI কল অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করছে। আর এটি লঞ্চ হচ্ছে আগামী ২ অক্টোবর। প্রথমে দিল্লি এনসিআরের জন্য ১০ হাজার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে এই অ্যাপ পৌঁছে দেওয়া হবে। এই AI কল অ্যাসিস্ট্যান্ট অজানা নম্বরের কল হ্যান্ডেল করে দেবে, আর স্প্যাম প্রতিরোধ করবে। পাশাপাশি কলারের পরিচয় সনাক্ত করবে। জানা যাচ্ছে, হিন্দি, ইংরেজি এবং বাংলা ভাষায় কথোপকথন করতে পারবে এই AI অ্যাসিস্ট্যান্ট। এর ফলে স্প্যাম কল অনেকটাই কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে, আশাবাদী ভারত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস অভিযোগ করছেন যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নাকি আবারও বাংলাদেশে ফিরে যেতে পারে। এমনকি মোদীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন। নিউইয়র্কের রাষ্ট্রপুঞ্জ সাধারণ সভা থেকে তিনি বলেছেন, ভারত সবসময় হাসিনাকে সমর্থন করেছে। আর অনেকেই আশা করছেন যে, তিনি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসবেন। কিন্তু ভারতের পক্ষ থেকে সেরকম কোনও প্রচেষ্টা নেই। এমনকি ইউনূস জানিয়েছে, তিনি মোদীকে হাসিনা এবং রাজনৈতিক মন্তব্য নিয়ে দুটি বিষয় সতর্ক করেছিলেনছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন