সহেলি মিত্র, কলকাতাঃ আজ বিজয়া দশমী, অর্থাৎ মা দুর্গাকে বিদায় জানানোর পালা। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে চলছে মা-কে বরণ করার প্রক্রিয়া। সব মিলিয়ে এখন চারিদিকে বিষাদের সুর। তবে পুজোর আনন্দ ও দুঃখের মাঝেই বাংলার বুকে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। পুজো প্যান্ডেলে থাকা দুর্গা প্রতিমার গা থেকে টপাটপ গয়না খুলে নেওয়ার অভিযোগ উঠল কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। নিশ্চয়ই ভাবছেন এরকম ঘটনা কোথায় ঘটেছে? জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
মা দুর্গার গা থেকে গয়না খুলে নেওয়ার অভিযোগ
মা দুর্গার গা থেকে গয়না খুলে নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু সিভিকদের (Civic Volunteer) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলের একলাখি গান্ধীমোড় সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। স্থানীয় সূত্রের মতে, নবমীর দিন হঠাৎ পুজো উদ্যোক্তাদের নজরে আসে যে দেবী দুর্গার পরনের কিছু গয়না উধাও। মায়ের মূর্তির সামনে একটি ছোট পুঁটুলিও গায়েব, যেখানে আরও কিছু গয়না রাখা ছিল। এরপরই হইচই পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ছবি এবং সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। এরপরেই অ্যাকশন শুরু করেছে পুলিশ। পুলিশের তদন্তে উঠে এসেছে, মূলত দুই সিভিক ভলান্টিয়ার দেবী প্রতিমার সোনার গহনা চুরি করছে। আর এই কাজে তাঁদের সাহায্য করেছে এক স্থানীয় বাসিন্দা।
গ্রেফতার ৩
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে দুই সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে সঞ্জয় মণ্ডল ও গৌড় মণ্ডল নামে গাজোল থানার কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার এই কু-কাজটি করছেন।
সিভিক ভলান্টিয়ারদের পোশাক পরা অবস্থায় তারা মূর্তি থেকে গয়না চুরি করছিল। অধীর মণ্ডল নামে আরেক স্থানীয় ব্যক্তি গয়না চুরিতে সাহায্য করছেন। সঙ্গে সঙ্গেই গাজোল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।