362.1 Mbps স্পিড, বিশ্বের 5G দৌড়ে নাম নেই Jio, Airtel, Vi-র! শীর্ষে কে?

Published:

5G Service
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: 5G পরিষেবা (5G Service) নিয়ে ভারতে এমনি মাতামাতি। তবে সবথেকে আশ্চর্যের বিষয়, বিশ্বমঞ্চে এখনও Jio, Airtel বা ভোডাফোন আইডিয়া জায়গায় করতে পারেনি। কারণ, সম্প্রতি ওপেনসিগন্যাল একটি 5G গ্লোবাল অ্যাওয়ার্ডস 2025-এর রিপোর্ট প্রকাশ করেছে। আর সেখানে দেখা যাচ্ছে, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তালিকায় কোনও জায়গা নেই জিও, এয়ারটেল কিংবা ভিআই-এর।

5G Global Awards 2025-এ শীর্ষস্থানে কে?

ওপেনসিগন্যালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বড় আয়তনের দেশগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য তকমা অর্জন করেছে ব্রাজিলের Vivo। তারা প্রথম স্থানে রয়েছে। তাদের গড় গতিবেগ 362.1 Mbps। আর ব্রাজিলের আরও দুটি সংস্থা Claro এবং TIM রয়েছে সেরাদের তালিকায়। এদিকে ছোট আয়তনের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার KT রয়েছে শীর্ষে, যাদের গতি 470.7 Mbps।

প্রসঙ্গত, প্রতিবছর ওপেনসিগন্যাল এই পুরস্কার দিয়ে থাকে। আর এর মাধ্যমে বোঝা যায়, কোন দেশের কোন কোম্পানি 5G-তে দ্রুত আর নির্ভরযোগ্য পরিষেবা দিতে পারছে। সেই সূত্র ধরে, 2025 সালের প্রথম ছয় মাসে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর ফোন থেকেই ডেটা সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে।

চমক দিচ্ছে ইউরোপও

এদিকে রিপোর্টে দেখা যাচ্ছে, 5G স্পিড বৃদ্ধির থেকে সবথেকে দ্রুত গতিতে এগোচ্ছে পোল্যান্ড আর নেদারল্যান্ডস। কারণ পোল্যান্ডের T-Mobile, Orange কোম্পানি 5G গ্লোবাল রাইসিং স্টারের তকমা পেয়েছে, যারা গত বছরের তুলনায় গতি 140.7 Mbps বাড়িয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের Odido ছোট আয়তনের দেশগুলির মধ্যে সেরার সেরা তকমা পেয়েছে। কারণ তাদের গতি বৃদ্ধি পেয়েছে 151.1 Mbps।

তবে শুধু গতির দিক থেকে নয়, বরং কভারেজের ক্ষেত্রেও শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের T-Mobile। কারণ, বড় আয়তনের দেশগুলোর মধ্যে কভারেজ স্কোর তাদের 8.1, আর তাদের স্কোরই সর্বোচ্চ। এদিকে ছোট আয়তনের দেশগুলির মধ্যে সিঙ্গাপুরের Singtel এগিয়ে রয়েছে। কারণ তাদের স্কোর 9.1। আর সিঙ্গাপুরের আরও কয়েকটি কোম্পানি যেমন M1, Simba, StarHub তালিকায় জায়গা করে নিয়েছে।

আরও পড়ুনঃ গাজামুখী নৌকা থেকে প্রাক্তন পাকিস্তানি সাংসদ সহ ২০০ জনকে আটক করল ইজরায়েল

গেমিং আর ভিডিও অভিজ্ঞতায় কারা এগিয়ে?

প্রসঙ্গত, গেমিং অভিজ্ঞতায় বড় এলাকার ক্ষেত্রে শীর্ষ রয়েছে জাপানের Ou, যাদের স্কোর 91.9। আর ছোট এলাকার ক্ষেত্রে সিঙ্গাপুরের Singtel রয়েছে, যাদের স্কোর 92.9। এদিকে ভিডিও অভিজ্ঞতায় রোমানিয়ার DIGI, ফিনল্যান্ডের DNA, সুইডেনের Telenor ও Tele2, কানাডার Rogers, এবং জাপানের Ou কোম্পানিগুলি এগিয়ে রয়েছে। ছোট এলাকার ক্ষেত্রে ভালো তকমা অর্জন করেছে সিঙ্গাপুরের M1 ও Starweb, ক্রোয়েশিয়ার HT, আর সুইজারল্যান্ডের Salt। মোদ্দা কথা ভারত যে সবদিক থেকে পিছিয়ে পড়ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join