বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

Published:

Elon Musk Wealth he on track to become world's first Trillionaire
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পৃথিবীর ইতিহাসে আগে কখনও হয়নি। বিশ্বর প্রথম ব্যক্তি হিসেবে 500 বিলিয়ন ডলারেরও বেশি নিট সম্পদের মালিক হয়ে উঠলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk Wealth)। জানা যাচ্ছে, তাঁর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা সহ অন্যান্য ব্যবসায় লাভের কারণে বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে বড় কীর্তি গড়লেন মাস্ক।

ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ

ফোর্বসের বিলিয়নিয়ার সূচক বলছে, আমেরিকার স্থানীয় সময় বুধবার বিকেলে X এর প্রধান ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ায় আধা ট্রিলিয়ন অর্থাৎ 500.1 বিলিয়ন ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, ইলনই বিশ্বের প্রথম ব্যক্তি যিনি নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে চলেছেন।

মাস্কের বিপুল সম্পদের নেপথ্যে বড় অবদান টেসলার

রিপোর্ট বলছে, ইলন মাস্কের অর্ধ ট্রিলিয়ন সম্পদের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তাঁর বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকরার সংস্থা টেসলার। সম্প্রতি শেয়ার বাজারে টেসলার তীব্র উত্থানের কারণে মাস্কের সম্পদ ট্রিলিয়ন ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছে। তাছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপ এক্সএআই এবং মহাকাশ সংস্থা স্পেসএক্স এর ভ্যালুয়েশন গত কয়েক মাসে লাফিয়ে বেড়েছে।

সব মিলিয়ে বলাই যায়, গত কয়েক বছরের ব্যবধানে ইলন মাস্কের সম্পদের এই উত্থান সত্যিই নজিরবিহীন। বলে রাখি, 500 বিলিয়ন ডলার নিট সম্পদের মালিক হওয়ার পাশাপাশি মাস্ক বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন।

2033 সালের মধ্যেই স্বপ্ন সফল হবে মাস্কের!

2020 সালের মার্চ মাসে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল মাত্র 24.6 বিলিয়ন ডলার। সে বছরের আগস্ট মাসেই তার মোট সম্পদের পরিমাণ 100 বিলিয়নের গন্ডি পার করে যায়। এরপর 2021 সালের সেপ্টেম্বর-নভেম্বরে মাস্কের সম্পদের পরিমাণ 200-300 বিলিয়নে গিয়ে দাঁড়িয়েছিল। এরপর 2024 সালে পৌঁছে 400 বিলিয়নের ঘর ছুঁয়ে ফেলেন মাস্ক। আর এবার তাঁর সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়াল 500 বিলিয়ন ডলারে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীর আর্থিক উন্নতির ধারা অব্যাহত থাকলে আগামী 2033 সালের মার্চ মাসেই তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে আত্মপ্রকাশ করবেন। না বললেই নয়, বর্তমানে ইলনের অনেকটাই পেছনে রয়েছেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। রিপোর্ট অনুযায়ী, তাঁর বর্তমান সম্পদের পরিমাণ 351.5 বিলিয়ন ডলার।

অবশ্যই পড়ুন: গাজামুখী নৌকা থেকে প্রাক্তন পাকিস্তানি সাংসদ সহ ২০০ জনকে আটক করল ইজরায়েল

উল্লেখ্য, কর্তা মাস্কের আর্থিক উন্নতি দেখে টেসলার বোর্ড জানিয়েছে, আগামী দশকে প্রত্যেকটি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ইলনকে 1 ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মালিক হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না। বিশেষজ্ঞদের মতে, এবার হয়তো ট্রিলিয়নের ঘরে পা রাখতে একেবারে কোমর বেঁধে ময়দানে নামবেন মাস্ক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join