সহেলি মিত্র, কলকাতাঃ আজ মা দুর্গার বিদায় বেলায় তাঁর ভক্তদের পাশাপাশি আকাশও (Weather) যেন কাঁদছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, হাওড়া সহ বাংলার বেশ কিছু জায়গায় কখনও ভারী বৃষ্টি তো কখনও হালকা বৃষ্টি হচ্ছে। সঙ্গী হয়েছে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। আজ বিজয়া দশমী। মা দুর্গাকে বিদায় জানানোর পালা। তবে আজ থেকেই বাংলায় দুর্যোগ যেন ইউটার্ন মেরে ফিরে এল। পুজোর আগে থেকেই বাংলায় বৃষ্টি হচ্ছে, ভেসে গিয়েছিল বেশ কিছু পুজো মণ্ডপ। তারপরেও সেসবকে উপেক্ষা করে প্যান্ডেলে প্যান্ডেলে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। তবে আজ থেকে যেন বৃষ্টির বেগ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এর বড় কারণ হল গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত। আর এই দুর্যোগ আপাতত চলবেও বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
আসলে গতকাল নবমীর দিন থেকেই আকাশ কালো করে ঝিরঝিরে বৃষ্টি পেয়েছে বাংলা। এরপর মাঝরাতেও হয়েছে। তবে ভোরবেলা থেকে বৃষ্টির বেগ বাড়ে। ইতিমধ্যে ক্ষণিকের বৃষ্টিতে অঞ্চল বিশেষে অল্প জল জমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দশমীর দিন কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
সাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
এরকম দুর্যোগের কারণ হল বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, তা গত কয়েক ঘণ্টায় আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই সময় তার বেগ ছিল ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। আপাতত গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, পুরী থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার পূর্বে এবং পারাদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।
আজ বৃহস্পতিবার রাতের মধ্যে গভীর নিম্নচাপ আকারে তা ওড়িশা-অন্ধ্র উপকূলবর্তী গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সেইসঙ্গে তাণ্ডব চালাবে ওড়িশার একাধিক জেলায়। অপরদিকে এই নিম্নচাপের সৌজন্যে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ বাংলার একের পর এক জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এ ছাড়া ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়া জেলায়। অপরদিকে ভারী বৃষ্টির জন্য সতর্কতা হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য তীব্র সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরী হয়েছে।
এদিকে শুক্রবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।