সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় স্মার্টফোন বাজারে আবারও চমক দিল Vivo। যখন শাওমি, স্যামসাং, ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ডগুলি একের পর এক মডেল নিয়ে আসছে, ঠিক সেখানেই নতুন একটি ফ্লাগশিপ স্টাইল ফোন বাজারে নিয়ে হাজির হচ্ছে সংস্থা। শোনা যাচ্ছে, আগামী 7 অক্টোবর লঞ্চ হবে Vivo V60e। আর তার আগেই ফোনটির কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে, যা দেখে চমকে গিয়েছে অনেকেই।
দুর্দান্ত ক্যামেরা সেটআপ
এই ফোনের সবথেকে বড় আকর্ষণ এর ক্যামেরা। কারণ এই ফোনটিতে রয়েছে 200MP প্রাইমারি রেয়ার ক্যামেরা। আর কোম্পানি দাবি করছে, এই ক্যামেরা দিয়ে পুরো DSLR-র মতো ছবি উঠবে। সবথেকে বড় ব্যাপার, সেলফি বা ভ্লগিং এর জন্য সামনের দিকেও রয়েছে 50MP ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। ফলে কোনও গ্রুপ সেলফি কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি হতে চলেছে সোনায় সোহাগা।
শক্তিশালী ব্যাটারি
Vivo V60e মডেলটি ব্যাটারিতেও চমক দিচ্ছে। কারণ, এই ফোনটিতে রয়েছে একটি 6500mAh ব্যাটারি, যা হেভি ইউজে দীর্ঘক্ষণ পরিষেবা দেবে। আর এর স্লিম ও প্রিমিয়াম ডিজাইন দেখে বোঝায় যাচ্ছ না, যে এর ভিতর এত বড় ব্যাটারি রয়েছে। সবথেকে বড় খবর, এতে রয়েছে 90W ফাস্ট চার্জিং। ফলে কয়েক মিনিটেই ব্যাটারিকে ফুল চার্জ করে দেবে।
সফটওয়্যার এবং AI ফিচার
জানা যাচ্ছে, এই ফোনটি Android 15 ভিত্তিক Funtouch OS এর উপর বেস করেই চলবে। আর কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে, তিনটি বড় বড় OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ ফ্রিতে দেওয়া হবে। এমনকি এর সঙ্গে বিভিন্নরকম AI ফিচার থাকছে। যেমন Gemini AI, AI captions, AI image expander, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও একধাপ এগিয়ে রাখবে।
আরও পড়ুনঃ ‘পহেলগাঁও শিখিয়েছে কে বন্ধু আর কে শত্রু!’ দশমীতে RSS-র অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত
প্রসঙ্গত, Vivo V60e ফোনটিতে সংস্থার সিগনেচার কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে। আর এই ডিসপ্লে ফোনটিকি একেবারে প্রিমিয়াম লুক দেবে। এর সঙ্গে থাকছে IP68 ও IP69 রেটিং অর্থাৎ, জল বা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। আর ফোনটি বাজারে আসবে পার্পল এবং গোল্ডেন কালারের ভ্যারিয়েন্টে, যা তরুণ প্রজন্মের গ্রাহকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।