বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান বিশ্বের জনসংখ্যা 814 কোটি ( 2024 সালের হিসেবে অনুযায়ী)। কিছু গবেষণা বলছে, চলতি শতাব্দী শেষের আগেই বিশ্বের জনসংখ্যা 880 কোটি ছাড়িয়ে যাবে। এদিকে জাতিসংঘের অনুমান, বিভিন্ন দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে তাতে 2080 সালের মধ্যে পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যাটা 1000 কোটি ছাড়িয়ে যেতে পারে।
সাধারণ হিসেব বলে, জনসংখ্যা যত বাড়বে মানুষ ততই নানান সুযোগ সুবিধা এবং উন্নত জীবনযাত্রার লক্ষ্যে শহরমুখি হবেন। তাতে ক্রমাগত বাড়বে শহরের জনসংখ্যা। বর্তমানে সেটাই হচ্ছে। সেক্ষেত্রে যদি বিশ্বের সবচেয়ে 10 জনবহুল শহরের নাম জানতে চাওয়া হয়, তবে অনেকেই ভিমড়ি খাবেন। তাই আজকের প্রতিবেদন রইল বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল 10 শহরের তালিকা (Top 10 Populous City)।
বিশ্বের সবচেয়ে জনবহুল শহর
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের রিপোর্ট অনুযায়ী, 2025 সালে দাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাপানের রাজধানী টোকিও। এই শহরের জনসংখ্যা 37 মিলিয়ন অর্থাৎ 3.7 কোটি। যদিও রিপোর্ট বলছে, গত বছরের তুলনায় জাপানে প্রবৃদ্ধির হার অনেকটাই কমেছে। কিন্তু সেসব সত্বেও টোকিওই জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় শীর্ষে।
দ্বিতীয় নম্বরে ভারতের রাজধানী
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। হ্যাঁ, ক্যাপিটাল অফ ইন্ডিয়ার বর্তমান জনসংখ্যা 34 মিলিয়ন অর্থাৎ 3.4 কোটি। গত বছরের তুলনায় দিল্লির জনসংখ্যা 2.54 শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। কাজেই জনসংখ্যা বাড়ার কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী।
তৃতীয় স্থানে কোন শহর?
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় তৃতীয় স্থানে নিজের জায়গা খুঁজে নিয়েছে চিনের সাংহাই। ড্রাগনের এই শহরের বর্তমান জনসংখ্যা 30 মিলিয়ন অর্থাৎ 3 কোটি। গত বছরের তুলনায় এই শহরে প্রায় 2 শতাংশ হারে মানুষের সংখ্যা বেড়েছে। বলে রাখি, গ্রামীণ জনগোষ্ঠীর অভিবাসনই সাংহাইয়ের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির বড় কারণ।
চতুর্থ স্থানে বাংলাদেশের রাজধানী
অন্যান্য ক্ষেত্রে না হলেও জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। পদ্মা পাড়ের দেশের এই শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটি 46 লাখ। গত বছরের তুলনায় ঢাকায় জনসংখ্যা বেশ খানিকটা বেড়েছে।
5 নম্বরে মিশরের রাজধানী
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক দেশ মিশরের রাজধানী কায়রো। মিশরের এই শহরের বর্তমান জনসংখ্যা 2 কোটি 30 লাখ। গত বছরের
তুলনায় কায়রোতে জনসংখ্যা 1.99 শতাংশ হারে বেড়েছে।
অবশ্যই পড়ুন: চোখে সর্ষের ফুল দেখিয়ে তুললেন ৪ উইকেট, সিরাজ ঝড়ে কাবু ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দশের তালিকায় আর কোন কোন শহর?
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় প্রথম দশের 6 নম্বরে রয়েছে ব্রাজিলের সাও পাওলো। এই শহরের জনসংখ্যা 2 কোটি 29 লাখ। এছাড়াও তালিকার সপ্তম স্থানে রয়েছে মেক্সিকো সিটি। যার বর্তমান জনসংখ্যা 2 কোটি 27 লাখ, 8 নম্বর রয়েছে চিনের রাজধানী বেইজিং। এই শহরটির বর্তমান জনসংখ্যা 2 কোটি 25 লাখ। তাছাড়াও সবচেয়ে জনবহুল শহরগুলির তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে, মুম্বই ( জনসংখ্যা 2 কোটি 20 লক্ষ) এবং ওসাকা ( জনসংখ্যা 1 কোটি 90 লাখ।