নেপাল, লাদাখ থেকে শিক্ষা! সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ রুখতে বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশ সরকারের

Published:

Andhra Pradesh Government On Social Media set up Gom to regulate social media platforms
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কী কী করা যেতে পারে, কোন পর্যায়ে পর্যন্ত যাওয়া যেতে পারে, সে সবটাই দেখিয়ে দিয়েছে নেপাল এবং লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম বিশেষত ফেসবুক, ইনস্টাগ্রাম এবং X হ্যান্ডেল ব্যবহার করে বিভিন্ন ভুয়ো তথ্য সামাজিক উত্তেজনা এবং সহিংসতার জন্ম দেয়। ভুল তথ্য থেকে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে তেমনই প্রাণ হারাতে পারেন বহু মানুষ। মূলত সেই সব কথা মাথায় রেখে লাদাখ এবং নেপালের ভয়াবহ চিত্রকে সামনে নিয়েই সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার (Andhra Pradesh Government On Social Media)।

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য আটকাতে বড় পদক্ষেপ নাইডু সরকারের

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো তথ্য বা সংবাদের ছড়িয়ে পড়া আটকাতে এবং নাগরিকদের অধিকার রক্ষা করতে সামাজিক মাধ্যমের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি নতুন কমিটি গোম গঠন করেছে অন্ধের সরকার। জানা যাচ্ছে, সোশাল মিডিয়ায় অসৎ তথ্যের রমরমা রুখতে চন্দ্রবাবু নাইডু সরকারের তরফে গঠিত মন্ত্রী কমিটির মূল উদ্দেশ্যই হল, সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলির দায়িত্বভার ঠিক করা, ভুল বা অসৎ তথ্য আটকানো এবং নাগরিকদের অধিকার রক্ষা করা।

সরকারি সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে গঠিত নতুন কমিটিতে থাকছেন রাজ্যটির আইটি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নারা লোকেশ, স্বাস্থ্যমন্ত্রী ওয়াই সত্য কুমার যাদব, বেসামরিক সরবরাহ মন্ত্রী নাদেন্দলা মনোহর, আবাসন, আই ও পিআর মন্ত্রী কোলুসু পার্থসারথি। এছাড়াও ওই কমিটির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াংলাপুড়ি অনিতা।

অবশ্যই পড়ুন: ‘কেউ বাড়ি থেকে বেরোবেন না!’ উত্তর প্রদেশের সম্ভলে মসজিদ ভাঙল পুলিশ

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে গঠিত নতুন মন্ত্রী কমিটি মূলত সোশ্যাল মিডিয়ার সংক্রান্ত আইন, বৈশ্বিক অনুশীলন এবং সামাজিক ম্যাধমের প্ল্যাটফর্মগুলির জবাবদিহিতা পর্যালোচনা করবে। এক বিশেষজ্ঞ বলছেন, ‘সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করা উচিত। অন্ধ্রপ্রদেশ সরকারের এই পদক্ষেপ দেশের অন্যান্য রাজ্যের কাছে বড় উদাহরণ হয়ে থাকবে।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join