দীপাবলির আগে ঘরে মোটেও ব্যবহার করবেন না এই রং! নেমে আসবে ভয়ঙ্কর দুর্দশা

Published:

Diwali 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ দুর্গাপুজোর শেষ। আসছে আলোর উৎসব দীপাবলি (Diwali 2025)। পঞ্জিকা বলছে, এবছর ১৮ অক্টোবর থেকে শুরু হবে এবং ২২ অক্টোবর পর্যন্ত চলবে পাঁচ দিনের এই উৎসব। তবে হিন্দুদের সবথেকে বড় এই উৎসবের আগে ঘরে সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রংয়ের কাজ করা হয়। বিশ্বাস করা হয় যে, দীপাবলির আগে বাড়ি, অফিস নতুন করে রং করলে আর সাজসজ্জা করলে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে।

তবে মনে রাখতে হবে, সব রং কিন্তু শুভ হয় না। বাস্তুশাস্ত্র বলছে, এমন কিছু রং রয়েছে, যেগুলি বাড়ি বা অফিসে ব্যবহার করলেই লাভের পরিবর্তে উল্টে আর্থিক ক্ষতি, অশান্তি আর নেতিবাচক শক্তি ঢুকে পড়তে পারে। আর ভুল করেও যদি সেই রং একবার ব্যবহার করে ফেলেন, তাহলে দীপাবলির আনন্দের বদলে শুধুমাত্র বিপর্যয় নেমে আসবে। কোন কোন রং সেগুলি? চলুন জেনে নিই।

কোন রং এড়িয়ে চলবেন?

বাস্তুশাস্ত্র বলছে, কালো রং বাড়ি কিংবা অফিসে ব্যবহার করা সবথেকে অশুভ। ঘরের ভেতরে বলুন বা বাইরে, ভুল করেও কোথাও কালো রং ব্যবহার করবেন না। বিশেষ করে অফিসের কেবিনে কালো রং ব্যবহার করলে ব্যবসায় বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বিশ্বাস করা হয়, কালো রং শনি আর রাহু গ্রহের প্রতীক। তাই শুভ অনুষ্ঠান বা পুজোয় এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বাড়ির দেয়ালে কালো রং দিলে আর্থিক দুরবস্থা, অশান্তি আর অসুস্থতা বাড়ে বলেই বিশ্বাস করা হয়। পাশাপাশি পারিবারিক সুখ-সমৃদ্ধ নষ্ট হয়।

আরও পড়ুনঃ ২০২৬ সালে দুর্গাপুজো কত তারিখে পড়ছে? দেখে নিন পঞ্জিকা ধরে সময়সূচী

তাহলে কোন রংগুলি শুভ?

যদি আপনি সত্যিই বাড়িতে সুখ-শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে চান, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক রং বেছে নিতে হবে। বাস্তুশাস্ত্র বলছে, হালকা গোলাপি, হালকা নীল, সাদা, ক্রিম, কমলা বা লাল, এই রংগুলিকে শুভ হিসেবেই ধরা হয়। তবে সঠিক রং সঠিক জায়গায়তেই ব্যবহার করতে হবে। যেমন- বাথরুমে নীল রং, শোবার ঘরে হালকা বেগুনি রং, রান্নাঘরে হলুদ কিংবা লাল রং, পুজোর ঘরে সাদা, হলুদ কিংবা কমলা রং ব্যবহার করতে হয়। আর এই রংগুলো শুধুমাত্র ঘরকে সুন্দর করে তুলবে না, বরং ঘরের মধ্যে ইতিবাচক শক্তিও ফিরিয়ে আনবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join