প্রীতি পোদ্দার, কলকাতা: মায়ের বিদায় বেলাতেও চরম দুর্ঘটনা! পুজোর রঙিন আলো আর ভিড়ের মাঝেই আচমকা দ্রুতগামী এক স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারানোর ফলে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। এদিকে ঠাকুর দেখতে বেরিয়ে সেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিনজনের। আহত অন্তত সাত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupguri) থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে হাজির পুলিশকর্মী সহ দমকলকর্মীরা।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ দশমীর দিন সন্ধ্যায় ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জলপাইগুড়ির দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি প্রথমে একটি মোটরসাইকেল ও দু’টি সাইকেলে পর পর সজোরে ধাক্কা মারে, তারপর পরপর দুটি দোকানের ভিতরে ঢুকে পড়ে সেই গাড়ি। দোকানে তখন চলছিল চায়ের আড্ডা। আর ঠিক সেই সময়ই ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে গোটা দোকানের কাঠামো। কয়েক সেকেন্ডের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ। আর এই ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, আহত অন্তত ৭। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা।
গাড়ির ধাক্কায় মৃত ৩
প্রত্যক্ষদর্শীদের দাবি, দশমীর বৃষ্টিভেজা সন্ধ্যায় এইরূপ গাড়ি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে দমকল কর্মীরাও ছুটে যান। দু’জন গাড়ির তলায় চাপা পড়ে থাকায়, বাধ্য হয়ে ক্রেন ডেকে তাঁদের বের করতে হয়। রক্তাক্ত অবস্থায় মোট ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে রয়েছেন সন্তোষ রায় (৪৫), শুনিল কুমার বিশ্বাস (৬৭) এবং ডোকসা রায় (৪০)। অন্যদিকে বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন: যশোর রোডের ধারে জঙ্গলে পড়ে যুবতীর রক্তাক্ত দেহ ! দশমীতে চাঞ্চল্য অশোকনগরে
প্রসঙ্গত, মায়ের বিদায় বেলায় দশমীর দিন ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের ঠাকুর দেখার ভিড়ের পাশাপাশি প্রতিমা নিরঞ্জনও চলছিল। তাই এলাকায় ভিড়ও ছিল চোখে পড়ার মত। কিন্তু মুহূর্তের মধ্যেই এই ভয়ংকর দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার জানিয়েছেন, মৃতদের মধ্যে নাকি একজন সিপিআইএম কর্মীও রয়েছেন। এদিকে এই দুর্ঘটনার প্রতিবাদ জানাতে এবং দ্রুত গাড়ির চালককে গ্রেফতার করতে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ধূপগুড়ি।