বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলির সাথে পাল্লা দিতে একেবারে উঠে পড়ে লেগেছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে তারা। এবার চালু হয়ে গেল BSNL eSim পরিষেবাও। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, টাটা কমিউনিকেশন মুভ এর হাত ধরে এই বিশেষ পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL eSIM Service)। বলে রাখি, BSNL এর এই পরিষেবার হাত ধরে এবার থেকে ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই ভয়েস কল থেকে শুরু করে ইন্টারনেট অ্যাক্সেস সবই করতে পারবেন গ্রাহকরা।
ই সিমে কী কী সুবিধা পাওয়া যাবে?
ভারত সঞ্চার নিগম লিমিটেডের ই সিম পরিষেবার দৌলতে এবার থেকে ফিজিক্যাল সিমের ঝামেলা পোহাতে হবে না গ্রাহকদের। বর্তমান সময়ে স্মার্টফোনে মূলত দুটি সিম স্লট থাকে। যার মধ্যে একটি ফিজিক্যাল সিম এবং আরেকটিতে ই সিম সেট করা যায়। এবার সেই সুবিধা নিয়েই গ্রাহকদের সামনে হাজির হলো সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি।
বিশেষজ্ঞরা বলছেন, BSNL এর এই ই সিম পরিষেবা একদিকে ব্যবহারকারীদের ফিজিক্যাল সিমের ঝামেলা থেকে বাঁচাবে, অন্যদিকে আর আলাদা করে দুটি সিম কার্ড ব্যবহারের প্রয়োজন পড়বে না। তাছাড়াও ই সিম ফোনকে পরিবেশ বান্ধব করে তোলার পাশাপাশি স্মার্টফোন চুরি হয়ে গেলেও ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করে। একই সাথে, ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করতেও ই সিমের গুরুত্ব অপরিসীম।
গ্রাহকদের ভরসা বাড়াতেই এই পদক্ষেপ!
4G পরিষেবা চালু করার পর এবার প্যান ইন্ডিয়া ই সিম পরিষেবা চালু করার পথে হেঁটেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এ প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রবার্ট রবি জানিয়েছে, ‘প্যান ইন্ডিয়া ই সিম সার্ভিস চালু হয়ে গেলে তা ভারতের টেলিকম সক্ষমতাকে নতুন মাত্রায় পৌঁছে দেবে। টাটা কমিউনিকেশনের সহযোগিতায় এই বিশেষ পরিষেবা গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দেবে। এছাড়াও গ্রাহকদের সাথে ডিজিটাল দুনিয়ার সংযোগকে বাড়াবে।’ মনে করা হচ্ছে, একটা বড় অংশের গ্রাহকদের মধ্যে থেকে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপ রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাটির।
অবশ্যই পড়ুন: ‘কখনই অপমান মেনে নেবে না ভারত’ মোদীকে সমর্থন করে ট্রাম্পকে বার্তা পুতিনের
উল্লেখ্য, দেশের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio, Airte ও Vi এর সাথে বাজার দখলের লড়াইয়ে টিকে থাকতে প্রতিদিন নিজেদের পরিষেবাকে আপগ্রেড করছে BSNL। ইতিমধ্যেই সংস্থাটি 4G পরিষেবা চালু করার পাশাপাশি দেশের প্রায় সর্বত্র ওয়্যারলেস পরিষেবা বা স্যাটেলাইট সংযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ভারত সরকারও চায় যত দ্রুত সম্ভব BSNL কে 5G নেটওয়ার্ক এ কনভার্ট করতে। বলা বাহুল্য, গত 27 সেপ্টেম্বর থেকে দেশের অন্তত 98,000 এলাকায় চালু হয়েছে BSNL 4G পরিষেবা। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দিল্লি এবং মুম্বইতে 5G পরিষেবা চালু করার প্রস্তুতি দিচ্ছে BSNL।