‘ওদের ভাবভঙ্গি ট্রফি দেওয়া মতো ছিল না, এমন আগে দেখিনি!’ মুখ খুললেন সূর্যকুমার

Published:

Suryakumar Yadav On Mohsin Naqvi regarding Asia Cup 2025 trophy
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল জিতেও টিম ইন্ডিয়ার হাতে ট্রফি তুলে দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ওরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। যদিও তাঁর আরও একটি পরিচয় সকলেরই জানা। তিনি শেহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্য, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকেই বলছেন, এই পরিচয়ের কারণেই তাঁর হাত থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। এক কথায়, ফাইনাল জিতেও জয়ী দল ট্রফি পায়নি এমন ঘটনা আদতেই বিরল। এবার তা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav On Mohsin Naqvi)।

মুখ খুলেছেন সূর্যকুমার

মিন্টের রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ টুর্নামেন্ট শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার যাদব বড় মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘এশিয়া কাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম, গোটা টুর্নামেন্টের পরিশ্রম যার জন্য সেই ট্রফি নিয়ে তবেই ড্রেসিংরুমে ফিরব। এর জন্য আমাদের এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অপেক্ষা করছিলাম কখন ট্রফি আসবে। আমরা কিন্তু কেউ বলিনি ট্রফি নেব না। এরপর জানিনা, খুব সম্ভবত ওদের প্রতিনিধি দল ট্রফি নিয়ে চলে যায়। পরে চ্যাম্পিয়ন লেখা বোর্ডও সরিয়ে দেওয়া হয়েছিল।’

এদিন সূর্য আরও বলেন, আমাদের কাছে আসল ট্রফি দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যরা। তাদের ট্রফি আমরা অনেক আগেই জিতে নিয়েছি। তাতে কোনও অসুবিধা হয়নি। আদতেই কি ভারতীয় দলকে ট্রফি দিতে চাননি নকভি? এমন প্রশ্নের উত্তরে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, আমরা মাঠে অপেক্ষা করছিলাম। দেখলাম উনি মঞ্চে এসে দাঁড়ালেন। আমরা ভাবছিলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তবে ওদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল না যে ওরা ট্রফি দেওয়ার মেজাজে রয়েছে।

সূর্যের সংযোজন ছিল, একটা টুর্নামেন্টের ফাইনাল জেতা একেবারেই সহজ নয়। আমরা 5-6 টা ম্যাচে কঠোর পরিশ্রম করে তবেই সফলতা পেয়েছি। ট্রফিটা আমাদের প্রাপ্য। এদিকে আমাদের কেউ ট্রফি দিলোনা! এমনটা আমি আগে কখনও দেখিনি! ওরা যদি এটাই ঠিক মনে করে তবে কিছু বলার নেই।

অবশ্যই পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে স্টার্কের রেকর্ড গুঁড়িয়ে দিলেন সিরাজ

উল্লেখ্য, গত মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক চলাকালীন ভারতীয় দলের ট্রফি নিয়ে প্রশ্ন উঠলে দুঃখ প্রকাশ করেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান নকভি। বলেন, ‘এই ঘটনা সত্যিই অনভিপ্রেত।’ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের প্রাপ্য ট্রফি ফিরিয়ে দেবেন বলেই জানিয়েছিলেন মহসিন। তবে সেক্ষেত্রে বেঁধে দিয়েছিলেন একটি শর্ত। PCB প্রধানের কথায়, ভারতের ট্রফি অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। তবে সেটা নিতে হলে ওদের অধিনায়ক সূর্যকে ACC-র অফিসে আসতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join