সৌভিক মুখার্জী, কলকাতা: 2008 সালের সেই মুম্বাই হামলার ঘটনা সকলেরই মনে গাঁথা রয়েছে। তবে মুম্বাইয়ের তাজ হোটেলে সেই সন্ত্রাসী হামলার সাহসিকতার পরিচয় দেওয়া NSG কমান্ডো বাজরঙ্গ সিংকে (Bajrang Singh) অবশেষে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, মাদক চোরাচালানের অভিযোগে রাজস্থানের অ্যান্টি টাররিজম স্কোয়াড তাঁকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, রাজস্থানের চুরু জেলায় একটি গোপন তথ্যের ভিত্তিতেই বাজরঙ্গ সিংকে ধরা হয়। অ্যান্টি টাররিজম স্কোয়াডের সহযোগিতায় পুলিশ একটি ফাঁদ তৈরি করেই তাঁকে আটক করে। জানা যায়, বাজরঙ্গ সিং সিকার জেলার ফতেপুরের বাসিন্দা। এদিকে এটিএস প্রধান বিকাশ কুমার জানিয়েছেন, আমরা দুই মাস ধরেই তাঁকে খুঁজছিলাম। আর বুধবার চুরু থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Joint teams of Rajasthan ATS (Anti-Terror Squad)and ANTF (Anti-Narcotics Task Force) have arrested Bajrang Singh, a former NSG commando, the main mastermind of the illegal business of Ganja smuggling between Rajasthan, Odisha, and Telangana.
(Source: Rajasthan Police) pic.twitter.com/l3AEcugJsE
— ANI (@ANI) October 3, 2025
মাদক চোরাচালানের সাথে যুক্ত বাজরঙ্গ সিং
প্রাথমিক তদন্ত মারফৎ জানা গিয়েছে, বাজরঙ্গ সিং তেলেঙ্গানা এবং উড়িষ্যা থেকে মাদক দ্রব্য চুরি করে রাজস্থানের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এমনকি তার উপর 25 হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, এর আগে 2023 সালে হায়দ্রাবাদে 100 কেজি গাঁজা চোরাচালানের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সেই মামলায় তাঁকে জামিন মারফৎ মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুনঃ দুর্গা প্রতিমার সাথে অভব্য আচরণ! যুবককে বেঁধে রাস্তায় জুলুস বের করল পুলিশ
এদিকে বাজরঙ্গ সিং 2008 সালের মুম্বাই হামলার সময় NSG কমান্ডো দলের সঙ্গে যুক্ত ছিলেন। আর সে সময় তিনি হোটেল থেকে সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে নিজের সাহসিকতার প্রমাণও দিয়েছিলেন। তবে বর্তমানে তাঁর নাম এই চরম অপরাধের সঙ্গে জড়িত হওয়ায় আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে।