সহেলি মিত্র, কলকাতাঃ বলিউডের বিখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্ত চলছে। তাঁর মৃত্যু শোক এখনও অবধি তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা কাটিয়ে উঠতে পারেননি। এরই মাঝে অবশেষে ভারতের হাতে এসে পৌঁছাল মৃত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট (Zubeen Garg Autopsy Report)। জানা গিয়েছে, সিঙ্গাপুর পুলিশ বাহিনী গর্গের ময়নাতদন্ত রিপোর্টের একটি কপি এবং তার মৃত্যুর প্রাথমিক তদন্তের ফলাফল ভারতীয় হাই কমিশনের কাছে হস্তান্তর করেছে।
ভারতের হাতে এল জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট
সূত্রের খবর, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমা গার্গের সঙ্গেও কথা বলেছে। তার ময়নাতদন্ত রিপোর্টে জানা গেছে যে সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়। তবে, এসপিএফ জানিয়েছে যে জুবিনের মৃত্যুর পুলিশি তদন্ত এখনও চলছে। গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসাধারণকে এই মর্মান্তিক ঘটনার সাথে সম্পর্কিত কোনও ভিডিও বা ছবি শেয়ার না করার জন্য আবেদন করা হয়েছে।
সিঙ্গাপুর পুলিশ বাহিনী আগে বলিউড গায়কের মৃত্যুতে কোনও অনিয়মের কথা অস্বীকার করেছিল। এদিকে, জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আসাম পুলিশ সঙ্গীতশিল্পী শখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে যে ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত গর্গের সঙ্গীতশিল্পী শখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং পরে গ্রেফতার করা হয়েছিল। একজন কর্মকর্তা বলেছেন, “আমরা তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের গ্রেফতার করা জরুরি ছিল।” এর সাথে সাথে এই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে গর্গের ব্যবস্থাপক সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন।
মৃত্যুর তদন্ত করছে সিআইডি
জুবিন গর্গের মৃত্যুর তদন্ত করছে সিআইডি। উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে রাজ্যে ৬০টিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে জুবিন অনুষ্ঠান করতে গিয়েছিলেন। এছাড়াও, জুবিনের ম্যানেজার সহ আরও প্রায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনক পরিস্থিতিতে গর্গের মৃত্যু হয়। তিনি মহন্ত এবং তার কোম্পানি আয়োজিত চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশগ্রহণ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন।