প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর রেশ এখনও কাটেনি, দিকে দিকে কার্নিভালের প্রস্তুতি চলছে। তার উপর নতুন করে ঘূর্ণাবর্তের দাপটে আগামী বেশ কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দশমীর সকাল থেকে অনবরত হতেই চলেছে বৃষ্টি। এমতাবস্থায় বাংলাকে না জানিয়ে পুজোর মরসুমে দামোদর ভ্যালি কর্পোরেশন নতুন করে দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলল শাসকদল। এবার সেই নিয়ে কড়া হুঁশিয়ারি অভিষেকের (Abhishek Banerjee)।
DVC-র জল ছাড়া নিয়ে ক্ষুব্ধ তৃণমূল
প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে DVC থেকে। সেই সূত্রে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন। বৈঠকের পর সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘শেষ পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল একতরফা এবং ইচ্ছাকৃত ভাবে ছেড়েছে ডিভিসি। উৎসবের সময়ে পশ্চিমবঙ্গকে বানভাসি করতেই এই পদক্ষেপ। লক্ষ লক্ষ মানুষজন যখন পুজোয় ব্যস্ত, তখন ইচ্ছাকৃত তাঁদের কষ্ট দেওয়ার জন্য বিপর্যয় ডেকে আনা হচ্ছে। লজ্জাজনক, অসহ্য, অনস্বীকার্য! আমরা প্রতিবাদ করছি।’
অভিষেকের হুঁশিয়ারি
তবে শুধু একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এবার ডিভিসির জলছাড়া নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এদিন সরাসরি আক্রমণ করে তিনি জানান যে, “দশমী পার হল না, তার আগেই পরিকল্পিতভাবে ডিভিসিকে দিয়ে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করা হল। মানুষকে বিপদে ফেলাটাই হল বিজেপির বরাবরের স্বভাব। এটা কিছুতেই কোনও প্রাকৃতিক বন্যা নয়, এটা ম্যান-মেড বন্যা।” এখানেই থেমে থাকেননি তিনি। অভিষেক এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা পুজোর আনন্দকে নষ্ট করতে বাংলার বিসর্জন চাইলেও, বাংলার বিসর্জন হবে না। বিসর্জন হবে একমাত্র বিজেপির। ২০২৬-এর ভোটে বিজেপির আবর্জনা নির্মূল হয়ে যাবে।”
উল্লেখ্য, প্রতিবার যখনই ডিভিসি জল ছাড়ে তখনই একের পর এক অভিযোগ উঠে আসে শাসকদলের তরফ থেকে। এবারেও ব্যতিক্রম হয়নি। এদিন হুঁশিয়ারির সুরে তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছে—পুজোর কার্নিভাল মিটলেই ডিভিসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। প্রয়োজনে ডিভিসির দফতর দিন-রাত ঘেরাও করে রাখার কর্মসূচিও নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।