কালিম্পংয়ের পাহাড়ি খাদে গড়িয়ে পড়ল গাড়ি, মৃত্যু চারজনের! গুরুতর আহত ৩

Published:

Kalimpong Accident
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা (Kalimpong Accident)। গ্যাংটক যাওয়ার পথে পাহাড়ি খাদে পড়ে যায় এক যাত্রী বোঝাই গাড়ি। আর এতে চারজনের মৃত্যু হয়। এমনকি গুরুতর আহত তিনজন। জানা যাচ্ছে, শুক্রবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে কালিম্পংয়ের মেল্লি কিরণি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা বলছে, মুহূর্তের মধ্যেই গাড়িটি ৫০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। আর ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় সূত্র মারফৎ খবর, একটি গাড়ি পাথরঝোরা থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সে সময় ১০ নম্বর জাতীয় সড়ক ধরেই মেল্লি কিরণি এলাকায় পৌছানোর পর বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল। তবে ওই গাড়ির হেডলাইটের তীব্র আলোয় চালকের চোখ ঝাপসে যায়। আর এতেই বাধে বিপত্তি। মুহূর্তের মধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে গড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে চারজনের প্রাণ দিয়েছে, তার মধ্যে রয়েছে চালক কমল সুব্বা, যার বয়স ৪৪, বোজোঝাড়ির বাসিন্দা সমীর সুব্বা, জানুকা দর্জি এবং নীতা গুরুং। এমনকি ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সুনীতা থাপা, সান্দ্রিয়া রাই এবং সামিউল দর্জি। প্রাথমিকভাবে তাদেরকে সিকিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকরা জানাচ্ছে, তিনজনের অবস্থাবেশ আশঙ্কাজনক।

শুরু হয়েছে পুলিশি তদন্ত

এদিকে স্থানীয়রা জানাচ্ছে, পাহাড়ি রাস্তায় এরকম দুর্যোগ নিত্যদিনের ঘটনা। বৃষ্টি ও কুয়াশায় রাস্তার দৃশ্যমানতা এমনিতেই কমে যায়। আর তার ওপর হেডলাইটের তীব্র আলো চালকদের চোখ ধাধিয়ে দেয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, আর রাতভর উদ্ধারকার্য চালানো হয়েছে।

আরও পড়ুনঃ পুজো শেষ হতেই প্রায় ৩০০০ টাকা বাড়ল সোনার দাম, আজকের রেট

এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া দিনের পর দিন খারাপ হচ্ছে। লাগাতার বৃষ্টিতে বহু জায়গা ধসের কবলে পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি থাকবে। এমনকি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join