জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে হঠাৎ দেখা মিলল পাকিস্তানি ড্রোনের!

Published:

Pak Drone Spotted In Jammu And Kashmir India-Pakistan Borde Report
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে জম্মু ও কাশ্মীরের সাম্বায় একটি গ্রামে দেখা মিলল পাকিস্তানি ড্রোনের (Pak Drone Spotted In Jammu And Kashmir)। ঘটনায় হুলুস্থুল গোটা এলাকায়। ঠিক কোন উদ্দেশ্যে কোথা থেকে ওই ড্রোনটি পাঠানো হয়েছে, তারই তদন্তে নেমেছে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

পাকিস্তানের দিক থেকেই এসেছিল ওই ড্রোন

দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামে ড্রোনের মতোই দেখতে একটি উড়ুক্কু যান নজরে আসে গ্রামবাসীর। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। সকলকে সতর্ক করেন তারা। সেনা সূত্রে খবর, ওই উড়ুক্কু জানটি পাকিস্তানের সীমান্ত পেরিয়ে এদিকে এসেছিল। সন্দেহ, পাকিস্তানের তরফেই ওই ড্রোনটিকে নজরদারির জন্য পাঠানো হয়েছিল।

স্থানীয় সূত্রে খবর, ড্রোনটি বেশ কিছু সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঘোরাফেরা করার পর আচমকা হারিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, খুব সম্ভবত ড্রোন চালিয়ে সীমান্তবর্তী গ্রামগুলিতে নজর রাখার চেষ্টা করছে পাকিস্তান! তাই সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

ঠিক কী কারণে ভারতে এসেছিল পাক ড্রোন?

সেনাবাহিনীর একটি সূত্র যা জানাচ্ছে, গ্রামবাসীদের তরফে খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনীর সদস্যরা। খুব সম্ভবত পাকিস্তান থেকে আসা ওই ড্রোনটির খোঁজ চালাচ্ছেন সেনারা। পুলিশের সন্দেহ, হয়তো কোনও মাদক বা অস্ত্র পাচারের উদ্দেশ্যে ড্রোনটিকে কাজে লাগানো হয়েছে।

অবশ্যই পড়ুন: ভুঁড়ি, দাড়ি রাখলেই চাকরি থেকে ছাঁটাই! সেনাদের উদ্দেশ্যে বড় নির্দেশ ট্রাম্পের যুদ্ধমন্ত্রীর

বলে রাখা ভাল, এর আগে বেশ কয়েকবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে বেশ কিছু পাকিস্তানি ড্রোন। যদিও সেগুলিকে গুলি করে মাটিতে নামিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর একটা বড় অংশের দাবি, মূলত অস্ত্র এবং মাদক পাচারের জন্যই এই ড্রোনগুলিকে ব্যবহার করা হয়। এছাড়াও সীমান্ত লাগোয়া গ্রামগুলির উপর নজরদারির বিষয়টি তো রয়েছেই। তাহলে কি সেইসব উদ্দেশ্যেই ওই ড্রোনটিকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল? উত্তর খুঁজতে একযোগে তদন্ত চালাচ্ছে সেনা এবং পুলিশ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join