বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাপট ধরে রেখেই প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত (India Beats West Indies)। শনিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষের ব্যাটিং বিভাগ একেবারে ধসিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। বিশেষত রবীন্দ্র জাদেজার একতরফা আক্রমণের সামনের টিকে থাকতে পারেননি ক্যারিবিয়ানরা। তাই শেষ পর্যন্ত 146 রানে গুটিয়ে গিয়ে ভারতকেই জয়ের পথে ঠেলে দিল ওয়েস্ট ইন্ডিজ। যার জেরে, প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় টেস্টের চালকের আসনে ভারতীয় দল।
রবীন্দ্র জাদেজার আগুনে বোলিংয়েই কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে জলবা দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে 104 রান করেন জাড্ডু। সবচেয়ে বড় কথা, সেঞ্চুরির পরও অপরাজিত রয়েছেন তিনি। আর সেই অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে বল করতে নেমে প্রথম টেস্ট রাঙিয়ে দিলেন জাদেজা। কেন তাঁকে সহ অধিনায়ক করা হয়েছে, সেটাই ব্যাটিংয়ের পর বল হাতেও বুঝিয়ে দিলেন রবীন্দ্র।
শনিবার, ব্যাট হাতে অপরাজিত থাকার পর ঘুর্নির জোরে ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে মাঠ ছাড়া করেন জাদেজা। এদিন 54 রান দিয়ে 11 ওভারের কোটায় ওয়েস্ট ইন্ডিজের 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন জাদেজা। আর তাতেই প্রথম টেস্ট নিজেদের নামে লিখল ভারত। বলা বাহুল্য, জাদেজা ছাড়াও আজ ওয়েস্ট ইন্ডিজের দুর্গ ভেঙেছেন কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর। এই তিন ভারতীয় তারকা যথাক্রমে 2টি, 3টি এবং একটি উইকেট তুলেছেন।
অবশ্যই পড়ুন: ভুঁড়ি, দাড়ি রাখলেই চাকরি থেকে ছাঁটাই! সেনাদের উদ্দেশ্যে বড় নির্দেশ ট্রাম্পের যুদ্ধমন্ত্রীর
প্রসঙ্গত, শনিবার প্রায় একপেশে ম্যাচে ভারতের দাপটের সামনে একেবারে নাজেহাল হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে বারবার নতুন মাত্রা জুগিয়েছেন ভারতের বোলাররা। আর সে কারণেই, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দৈত্য ওয়েস্ট ইন্ডিজকে লিলিপুট বানিয়ে ছেড়েছে ভারত। তৃতীয় দিনের অর্ধেকের থেকেও কম সময়ের মধ্যেই ঘরের মাঠে টেস্ট জয়ের শুভ সূচনা করল শুভমন গিলের টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ভারত জিতল এক ইনিংস এবং 140 রানে।