সহেলি মিত্র, কলকাতাঃ আসন্ন ঘূর্ণিঝড় ‘শক্তি’-র (Cyclone Shakti) আশঙ্কায় রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হল। ঘনীভূত হওয়া এই ঝড়ের কবলে পড়ে নতুন করে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হতে পারে। এমনকি জায়গায় জায়গায় বন্যা অবধি হতে পারে। সেজন্য প্রশাসনের তরফে আগেভাগে মহারাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হল।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
এমনিতে ধীরে ধীরে দেশের আবহাওয়ার বদল ঘটছে। বেশ অনেক আগেই দেশের বেশ কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে বর্ষা। এবার সবথেকে মনোরম আবহাওয়া অর্থাৎ শীতকে স্বাগত জানানোর পালা। তবে এসবের মাঝেই আইএমডি যা পূর্বাভাস জারি করা করল তা জানা ও শোনার পর আপনারও মুখে মাছি ঢুকে যেতে পারে বৈকি। আসলে আরব সাগরে নতুন হুমকি তৈরি হচ্ছে। বছরের প্রথম ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে ভারতে বলে খবর।
আইএমডি সূত্রে খবর, আরব সাগরে উৎপন্ন একটি ঘূর্ণিঝড় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘শক্তি’। ঘূর্ণিঝড় শক্তির কারণে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি নিশ্চিত করেছে যে ২০২৫ সালের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ উত্তর-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরব সাগরে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ তীব্রতর হয়েছে।
ধ্বংসযজ্ঞ চালাতে পারে মহারাষ্ট্রে
আগামী দিনে এটি মুম্বাই সহ মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে তীব্র আবহাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। শুক্রবার, আইএমডি মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে সতর্কতা জারি করেছে, ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। ৪ থেকে ৫ অক্টোবরের মধ্যে উত্তর মহারাষ্ট্র উপকূলে ৪৫-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে, যা ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পর্যন্ত বেগে প্রবাহিত হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে, কারণ উত্তাল থেকে খুব উত্তাল ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।
এখন কোথায় আছে ঘূর্ণিঝড় শক্তি?
আইএমডি জানিয়েছে যে শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় শক্তি গুজরাটের নালিয়া থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পোরবন্দর থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণে কেন্দ্রীভূত ছিল। ঝড়টি প্রতি ঘন্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছিল। আইএমডি প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ এটি একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ৫ অক্টোবরের মধ্যে এটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে মধ্য আরব সাগরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো ঘূর্ণিঝড় শক্তি কি ভারতে আঘাত হানবে এবং কখন? আবহাওয়াবিদরা খুব একটা জোর দিয়ে বলছেন না যে এটি ভারতে আঘাত হানবে, তবে এর প্রভাব অবশ্যই ভারতে অনুভূত হতে পারে। ধারণা করা হচ্ছে যে এর প্রভাব কেবল গুজরাট এবং মহারাষ্ট্রেই অনুভূত হতে পারে। এই কারণেই মহারাষ্ট্র এবং গুজরাটের সমুদ্র উপকূলের কাছাকাছি বসবাসকারী লোকদের দূরে থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, ৫ অক্টোবর পর্যন্ত গুজরাট-উত্তর মহারাষ্ট্র এবং পাকিস্তানের উপকূলে এবং তার আশেপাশে সমুদ্রে খুব উঁচু থেকে খুব উঁচু ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই ঘূর্ণিঝড়ের নামকরণ কে করেছে ‘শক্তি’? উত্তর হল – শ্রীলঙ্কা। হ্যাঁ, এবার ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্বে ছিল শ্রীলঙ্কা। এই নামটি বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) দ্বারা পরিচালিত আঞ্চলিক নামকরণ ব্যবস্থার অংশ।