চতুর্থবার ভারতের সবথেকে সুরক্ষিত শহরের তকমা পেল কলকাতা

Published:

Kolkata
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার মুকুটে নয়া পালক। সম্প্রতি ২০২৩ সালের জন্য দেশের শহরগুলির নিরাপত্তা পরিষদের খতিয়ে দেখে NCRB একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর এবছর কলকাতা (Kolkata) আবারও দেশের সবথেকে সুরক্ষিত শহরের তকমা অর্জন করেছে, তাও চতুর্থবারের মতো। মূলত প্রতিবছর অপরাধের পরিসংখ্যান অনুযায়ী দেশের শহরগুলির সঙ্গে তুলনা করা হয়। আর সেই হিসাবে কলকাতা আবারও শীর্ষস্থানে উঠে আসলো।

কলকাতার নিরাপত্তা চিত্র বর্তমানে কেমন?

ওই রিপোর্ট অনুযায়ী, কলকাতায় প্রতি লক্ষ মানুষের হিসাবে ৮৩.৯টি অপরাধ রেকর্ড রয়েছে। আর ২০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট মোট ১৯টি শহরের মধ্যে অপরাধের হার কলকাতায় সবথেকে কম। বিশেষ করে পুলিশের প্রযুক্তি এবং আধুনিক নজরদারীর কারণেই অপরাধের হার অনেকটাই কমেছে। এদিকে ২০২১ সালে প্রতি লক্ষ মানুষে অপরাধের হার ছিল ১০৩.৫। ২০২২ সালে ছিল ৮৬.৫, ২০২৩ সালে আরও কমে দাঁড়িয়েছে ৮৩.৯। ফলত কলকাতার ধারাবাহিক অপরাধ নিয়ন্ত্রণের উন্নয়ন যে এগোচ্ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

অসুরক্ষিত শহরের তালিকায় কারা শীর্ষে?

এদিকে দেশের সবথেকে অসুরক্ষিত শহরের তালিকায় সেরা তকমা অর্জন করেছে কোচি। সেখানে প্রতি লক্ষ মানুষের হিসেবে ৩১৯২.৪টি অপরাধ রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নয়াদিল্লি। সেখানে প্রতি লক্ষ মানুষের পিছনে ২১০৫.৩টি অপরাধ রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে সুরাট, সেখানে প্রতি লক্ষ মানুষের পেছনে ১৩৭৭.১টি অপরাধ রয়েছে। এদিকে হায়দ্রাবাদে প্রতি লক্ষে অপরাধ দাঁড়িয়েছে ৩৩২.৩, পুণেতে ৩৩৭.১ এবং মুম্বাইতে ৩৫৫.৪। রিপোর্ট বলছে, এই ১৯টি শহরের গড় অপরাধের হার প্রায় ৮২৮, যা কলকাতা তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুনঃ ৩৮টি দাবির মধ্যে ২১টি মানল পাকিস্তান! শেষ হল PoK-র রক্তক্ষয়ী সংঘর্ষ

মহিলা নিরাপত্তা কীবলছে?

প্রসঙ্গত, কলকাতায় মহিলাদের উপর অপরাধ হওয়ার হারও অনেকটাই কম। কারণ, ২০২৩ সালে ১৭৪৬টি অপরাধ রেকর্ড হয়েছে, যা ২০২২ সালের ১৮৯০টির তুলনায় অনেকটাই কম। এদিকে প্রতি লক্ষ মানুষের হিসেবে মহিলাদের উপর অপরাধের হার দাঁড়াচ্ছে ২৫.৭, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। পাশাপাশি ধর্ষণ সংক্রান্ত ঘটনা সামগ্রিকভাবে অনেকটাই কম। কিন্তু নাবালিকার উপর অপরাধের সংখ্যা বেশি। ২০২৩ সালে কলকাতায় নাবালিকায় বিরুদ্ধে ১৭২টি ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশাপাশি ৩৯ বার যৌন হেনস্তার রেকর্ড তৈরি হয়েছে। এইদিক থেকে ১৯টি শহরের মধ্যে কলকাতার র‍্যাঙ্ক ১০।

আরওKolkata
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join