বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার সেটাই হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের (India Vs Australia) জন্য ভারতীয় দল ঘোষিত। একদিনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে দেশের নতুন অধিনায়ক শুভমন গিল। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর কাঁধেই থাকবে রোহিত শর্মাদের দায়িত্ব। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এশিয়া কাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
নেতৃত্ব হারালেও খেলবেন রোহিত, কামব্যাক বিরাটেরও
অপেক্ষার অবসান। রোহিতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে দেখা না গেলেও ব্যাট হাতে মাঠে দেখা মিলবে তাঁর। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষিত অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে স্কোয়াডে সসম্মানে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। একই সাথে জায়গা হয়েছে মহাতারকা বিরাট কোহলিরও।
বলাই বাহুল্য, অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল ভারতীয় ভক্তদের। আর হবে নাই বা কেন! দীর্ঘদিন পর এই আসরে ওয়ানডে ক্রিকেটে কামব্যাক করবেন পছন্দের রোকো জুটি। তাই প্রথম থেকেই আলাদা উন্মাদনা ছিল। এছাড়াও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সেটা কাটল। মাত্র 25 বছর বয়সেই টেস্ট দলের পর এবার ওয়ানডে দলেও রোহিতের উত্তরসূরী হলেন শুভমন। মনে করা হচ্ছে, টেস্টের পর ওয়ানডে ক্রিকেটে শুভমনকে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলেন জাতীয় নির্বাচকরা।
সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলে বড়সড় বদল এনেছে BCCI। শুভমন গিলকে রোহিতের আসনে বসিয়ে ভারতীয় তারকা আইয়ারকে সহ অধিনায়ক করা হয়েছে। আসলে গত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বাধিক রান করে সাইলেন্ট হিরোর তকমা পেয়েছিলেন শ্রেয়স, এবার সেই কর্মকাণ্ডেরই উপহার পেলেন তিনি। তাছাড়াও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ সাম্প্রতিক সময়ে আইয়ারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ব্যাটিং যথেষ্ট প্রশংসিত হচ্ছে। তাই তাঁকে অস্ট্রেলিয়া সিরিজের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়াটা যথাযথ সিদ্ধান্ত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, বাকি দলে সে অর্থে কোনও বদল আসেনি। ওয়ানডে স্কোয়াডের কথা বললে, প্রত্যাশা মতোই দলে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানারা। যদিও জল্পনা মতোই ওয়ানডে দলে জায়গা পাননি জসপ্রীত বুমরাহ। এদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন তিনি।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে হঠাৎ দেখা মিলল পাকিস্তানি ড্রোনের!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঘোষিত ওয়ানডে স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর।