লক্ষ্মীপুজোয় ধন-সম্পত্তিতে টইটুম্বুর হয়ে উঠবে ৫ রাশি!

Published:

Lakshmi Puja 2025
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্গাপুজোর আনন্দ শেষ। তবে তারই মধ্যে বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীপুজোর আরাধনা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, কাল বাদে পরশু কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2025)। আর এই দিনটি বাঙালির জীবনে সম্পদের দেবী মা লক্ষ্মীর আগমনের প্রতীক হিসেবেই পূজিত হয়। বিশ্বাস করা হয় যে, কোজাগরী পূর্ণিমার রাতে যদি ভক্তিভরে দেবীর আরাধনা করা হয়, তাহলে ঘর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠে।

তবে আপনি কি জানেন, জ্যোতিষশাস্ত্রেও মা লক্ষ্মীর প্রভাব রয়েছে। জানা যাচ্ছে, মা লক্ষ্মীর কিছু প্রিয় রাশি রয়েছে, যাদের উপর দেবীর কৃপা গোটা বছর ধরেই বর্ষিত থাকে। আর এদের জীবনে সুখ-শান্তির কোনও অভাব হয় না। পাশাপাশি ধন-সম্পত্তি ভরে ভরে ওঠে। চলুন জেনে নেওয়া যাক, সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে, যাদের এই লক্ষীপুজোয় ভাগ্য ফিরতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি এবং মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবে সংবেদনশীল এবং পরিশ্রমী হয়ে থাকে। আর মা লক্ষ্মীর কৃপায় জীবনের ঝুঁকিপূর্ণ কাজ করে এরা খুব সহজেই সফল হয়। অর্থনৈতিক দিক থেকে এবারের লক্ষ্মীপুজোয় এই রাশির লোকজনরা স্থিতিশীল থাকবে এবং পারিবারিক সুখে ভরপুর থাকবে। পাশাপাশি এই পুজোয় দেবীর আরাধনা করলে ধনসম্পত্তি আরও বৃদ্ধি পাবে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সূর্যদেবের প্রিয় সন্তান সিংহ রাশি। আর এই রাশির জাতক জাতিকারা দীর্ঘ সংকল্প আর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকে। যেমনটা জানা যাচ্ছে, কঠোর পরিশ্রমে ফল পাওয়া যায়, দেবী লক্ষ্মী এদেরকে সাফল্যের পুরস্কার দিয়ে থাকে, আর এই রাশির মানুষদের আর্থিক অবস্থা এমনিতেই শক্তিশালী হয় এবং অন্যের কাছে হাত পাততেও হয় না। তবে এই কোজাগরী লক্ষ্মীপুজোতে মা লক্ষ্মীর পুজো করলে তাদের জীবনে ধন-সম্পত্তি ভরে উঠবে বলে মনে করা হচ্ছে।

তুলা রাশি

তুলা রাশির অধিপতি সাধারণত শুক্র। আর শুক্র মূলত ঐশ্বর্য আর সৌন্দর্যের প্রতীক। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে বর্ষিত হয়। তাই যারা তুলা রাশির অধিপতি, তাদের জীবনে কখনও অর্থাভাব দেখা যায় না। তবে এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীর নাম জপ করলে এই রাশির জাতক জাতিকাদের সৌন্দর্য আর সম্পদের নতুন দরজা খুলে যাবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাচির অধিপতি স্বয়ং মঙ্গল। আর তিনি শক্তি আর সাহসের প্রতীক। এই রাশির মানুষরা স্বাভাবিকভাবে পরিশ্রমী ও প্রতিভাবান হয়ে থাকে। মা লক্ষ্মী তাঁদের কর্মনিষ্ঠা এবং সাহস দেখে খুশি হয় খুব অল্প বয়স থেকেই তাঁদের জীবনে সাফল্য এনে দেয়। জানা যাচ্ছে, এবারের লক্ষ্মীপুজোয় যদি মা লক্ষ্মীর আরাধনা করা হয়, তাহলে তাদের কেরিয়ার এবং আর্থিক দিক আরও উন্নতির পথে এগোবে।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য ভুল!’ DVC-র জল ছাড়া নিয়ে মমতাকে তুলোধোনা জলশক্তি মন্ত্রীর

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের দেবী লক্ষ্মী অত্যন্ত প্রিয়। এই রাশির মানুষদের জীবনে কখনও অর্থাভাব দেখা যায় না। এরা সাধারণত পরিশ্রমী হয় আর ভক্তি পরায়ণ হয়ে থাকে। যার ফলে মা লক্ষ্মী তাদের জীবনে সব সময় অর্থ ভরিয়ে রাখে। তবে এবারের কোজাগরী লক্ষ্মীপুজোয় পূর্ণিমার চাঁদ যেমন জ্বলজ্বল করবে, ঠিক তেমনই মা লক্ষীর কৃপায় আশীর্বাদে ভরে উঠবে এদের জীবন। এমনকি সুখ-সমৃদ্ধির কোনওরকম অভাব পড়বে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join